প্রায় দুই যুগ পর ফেনীতে দলীয় জনসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সমাবেশে তারেক রহমান বলেন, “ফেনী আমার নানার বাড়ি। আপনাদের যেমন বিএনপির প্রতি দাবি আছে, আমারও আপনাদের কাছে দাবি আছে। সেই দাবি হলো—আগামী ১২ই ফেব্রুয়ারি সবাই ধানের শীষে ভোট দেবেন।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, তারা নামাজ শেষে সরাসরি কেন্দ্রে যাবেন, সেখানে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।
তারেক রহমান বলেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্যার ক্ষয়ক্ষতি থেকে ফেনীবাসীকে রক্ষায় খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।
তারেক রহমানের আগমন উপলক্ষে রোববার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ফেনীর পাশাপাশি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
দুপুর থেকে ফেনী সরকারি কলেজ ফটকে জনসভাস্থলে প্রবেশকারীদের তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে আসা নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রবেশমুখে নেমে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। অনেকের হাতে দলীয় প্রতীক ধানের শীষ দেখা যায়। অনেকে দলীয় মনোগ্রাম সংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরিহিত অবস্থায় উপস্থিত হন।
বক্তব্য শেষে তারেক রহমান ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোট ১২ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আজকালের খবর/ এমকে