সোমবার ২৬ জানুয়ারি ২০২৬
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম
প্রায় দুই যুগ পর ফেনীতে দলীয় জনসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সমাবেশে তারেক রহমান বলেন, “ফেনী আমার নানার বাড়ি। আপনাদের যেমন বিএনপির প্রতি দাবি আছে, আমারও আপনাদের কাছে দাবি আছে। সেই দাবি হলো—আগামী ১২ই ফেব্রুয়ারি সবাই ধানের শীষে ভোট দেবেন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, তারা নামাজ শেষে সরাসরি কেন্দ্রে যাবেন, সেখানে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।

তারেক রহমান বলেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্যার ক্ষয়ক্ষতি থেকে ফেনীবাসীকে রক্ষায় খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।

তারেক রহমানের আগমন উপলক্ষে রোববার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ফেনীর পাশাপাশি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

দুপুর থেকে ফেনী সরকারি কলেজ ফটকে জনসভাস্থলে প্রবেশকারীদের তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে আসা নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রবেশমুখে নেমে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। অনেকের হাতে দলীয় প্রতীক ধানের শীষ দেখা যায়। অনেকে দলীয় মনোগ্রাম সংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরিহিত অবস্থায় উপস্থিত হন।

বক্তব্য শেষে তারেক রহমান ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোট ১২ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অভ্যন্তরীণ পোস্টাল ব্যালট পাঠানো শুরু: ইসি সচিব
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
নয়াদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ায় প্রতিবাদ জানালো বাংলাদেশ
জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা আসছেন ২৭ জানুয়ারি
লাপাত্তা বিএনপিপন্থি বিভাগীয় সভাপতি, ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত, বিক্ষোভ
হাতীবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft