প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:১৯ পিএম

বাংলাদেশের লেখক ডিরেকটরি প্রথম প্রকাশ হয়েছিল ২০১৮ সালে। ১৫ ফর্মার ওই ডিরেকটরিতে ছিল প্রায় আড়াই হাজার লেখকের তথ্য। পরবর্তী সময়ে ব্যাপক চাহিদার কারণে ২০২২ সালে সংস্করণ করা হয়েছিল, তখন ছিল ২৭ ফর্মা। সংস্করণটিতে যোগ করা হয়েছিল লেখকের উল্লেখযোগ্য কয়েকটি বই, মোবাইল, ইমেইল নাম্বার।
এর পাশাপাশি চিত্রশিল্পীদের নাম্বার, বাংলাদেশি যে কোনো লেখক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে তার তথ্য সংযোজন করা হয়েছে প্রবাসী লেখক হিসেবে। বাংলাদেশের সকল জাতীয়, স্থানীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক পত্রিকা, লিটল ম্যাগাজিন, অনলাইনে লেখালেখির ঠিকানা, মোবাইল, ইমেইল অ্যাড্রেস। ফলে যে কোনো লেখকের টেবিলে এটি থাকলে তার লেখা পাঠাতে কোনো সমস্যাই হতো না। ফলে মানুষের হাতে হাতে এটি পৌঁছে যেতে থাকে।
অনেক লেখকের টেবিলেই স্থান পায় এটি, জনপ্রিয় হয়ে ওঠে। বাবুই অফিস থেকে অনেকে সংগ্রহ করেন। ডাকযোগে/কুরিয়ার যোগেও পাঠানো হয় বাংলাদেশের লেখক ডিরেকটরি। কাদের বাবুর সম্পাদনায় এ ডিরেকটরি কয়েক কপি অফিসে আছে। চাইলেই যে কেউ সংগ্রহ করতে পারেন।
ব্যাপক চাহিদার কারণে নতুন করে সংস্করণ ও মুদ্রণ করা হবে। করা হবে তথ্য সংযোজন ও বিয়োজন। অনেকেই মারা গেছেন। সেসব তথ্য যেমন বাদ যাবে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির তথ্যও এখানে থাকবে। যুক্ত হবে নতুন অনেক লেখক। তথ্য দিয়ে লেখক ডিরেকটরিটি আপডেট করতে সহযোগিতা করতে পারেন।
প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে- ০১৭১৫৩৩১০৯৮। এছাড়া তথ্য পাঠাতে পারেন এই ই-মেইলে: lekhokdirectory@gmail.com
আজকালের খবর/ওআর