রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
রবিবার প্রনসের আয়োজনে নজরুল-দর্শন নিয়ে কথা বলবেন কবি মজিদ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) আয়োজিত নজরুল স্মরণ অনুষ্ঠানে নজরুলের দর্শন ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন দেশবরেণ্য নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী ড. প্রিয়াংকা গোপ। 

নজরুল নিয়ে এখন পর্যন্ত তিনটি গ্রন্থ লিখেছেন কবি মজিদ মাহমুদ। সঙ্গে আছে অযুত প্রবন্ধ। ‘নজরুল : তৃতীয় বিশ্বের মুখপাত্র’, ‘নজরুলের মানুষধর্ম’ এবং ‘তুমি শুনিতে চেয়ো না’- এই তিনটি গ্রন্থ নজরুলের পাঠক এবং লেখকদের কাছে সুপরিচিত। 
 
‘তুমি শুনিতে চেয়ো না’ নজরুলের জীবনধর্মী একটি উপন্যাস। জাতীয় কবি শায়িত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে, ছুটে আসছেন পুত্র কাজী সব্যসাচী বাবাকে নিতে। ইচ্ছা মায়ের পাশেই শোয়াবার ব্যবস্থা করবেন। কিন্তু বিমান সামান্য বিলম্ব হওয়ায় ততক্ষণে সব শেষ। যে মুহূর্তে পিতার কবর স্পর্শ করলেন কাজী সব্যসাচী সেখান থেকেই কবি জানাতে শুরু করলেন কী ঘটেছে তার জীবনপর্বে। এক বিশাল ক্যানভাস, এক মহাজীবনের বাতাবরণ শুরু হলো লেখক মজিদ মাহমুদের বয়ান।    

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা, শহীদ কবির পলাশ, মাহমুদুল হাসান, মিরাজুল জান্নাত সোনিয়া, নাদিয়া আরেফিন শাওন, মহুয়া বাবর, নাহীদ মোমেন, ফেরদৌসী রহমান চন্দন প্রমুখ।

রাজধানীর ধানমণ্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। 

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
টি-টোয়েন্টিতে লিটন এখন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
বাড়ল স্বর্ণের দাম
৪ রাজনীতিবিদ নিয়ে রবিবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রবিবার প্রনসের আয়োজনে নজরুল-দর্শন নিয়ে কথা বলবেন কবি মজিদ মাহমুদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
হঠাৎ ট্রাম্প-জিনপিং ফোনালাপ
শরিফুল ইসলাম শরীফ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন
বাংলাদেশকে কোনো ভিসা দেবে না আরব আমিরাত
এক ঘরে সন্তানের রক্তাক্ত লাশ, আরেক ঘরে ঝুলছিলেন অন্তঃসত্ত্বা মা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft