প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ পিএম
আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) আয়োজিত নজরুল স্মরণ অনুষ্ঠানে নজরুলের দর্শন ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন দেশবরেণ্য নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী ড. প্রিয়াংকা গোপ।
নজরুল নিয়ে এখন পর্যন্ত তিনটি গ্রন্থ লিখেছেন কবি মজিদ মাহমুদ। সঙ্গে আছে অযুত প্রবন্ধ। ‘নজরুল : তৃতীয় বিশ্বের মুখপাত্র’, ‘নজরুলের মানুষধর্ম’ এবং ‘তুমি শুনিতে চেয়ো না’- এই তিনটি গ্রন্থ নজরুলের পাঠক এবং লেখকদের কাছে সুপরিচিত।
‘তুমি শুনিতে চেয়ো না’ নজরুলের জীবনধর্মী একটি উপন্যাস। জাতীয় কবি শায়িত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে, ছুটে আসছেন পুত্র কাজী সব্যসাচী বাবাকে নিতে। ইচ্ছা মায়ের পাশেই শোয়াবার ব্যবস্থা করবেন। কিন্তু বিমান সামান্য বিলম্ব হওয়ায় ততক্ষণে সব শেষ। যে মুহূর্তে পিতার কবর স্পর্শ করলেন কাজী সব্যসাচী সেখান থেকেই কবি জানাতে শুরু করলেন কী ঘটেছে তার জীবনপর্বে। এক বিশাল ক্যানভাস, এক মহাজীবনের বাতাবরণ শুরু হলো লেখক মজিদ মাহমুদের বয়ান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা, শহীদ কবির পলাশ, মাহমুদুল হাসান, মিরাজুল জান্নাত সোনিয়া, নাদিয়া আরেফিন শাওন, মহুয়া বাবর, নাহীদ মোমেন, ফেরদৌসী রহমান চন্দন প্রমুখ।
রাজধানীর ধানমণ্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
আজকালের খবর/আরইউ