কবি মজিদ মাহমুদকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবার
প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) আয়োজিত নজরুল স্মরণ অনুষ্ঠানে নজরুলের দর্শন ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন দেশবরেণ্য নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ড. প্রিয়াংকা গোপ। তাদের দুজনকে প্রনসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নজরুল নিয়ে এখন পর্যন্ত তিনটি গ্রন্থ লিখেছেন কবি মজিদ মাহমুদ। সাথে আছে অযুত প্রবন্ধ। ‘নজরুল : তৃতীয় বিশ্বের মুখপাত্র’, ‘নজরুলের মানুষধর্ম’ এবং ‘তুমি শুনিতে চেয়ো না’ — এই তিনটি গ্রন্থ নজরুলের পাঠক এবং লেখকদের কাছে সুপরিচিত। একক বক্তা হিসেবে তার বক্তব্য উপস্থিত শ্রোতা-দর্শকদের বিমোহিত করে রাখে।
ড. প্রিয়াংকা গোপকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবার
শিল্পী প্রিয়াংকা গোপকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবারঅনুষ্ঠানের শুরুতে অতিথিদ্বয়কে পরিচয় করিয়ে দেন সংগঠনের সম্পাদকমণ্ডলির সদস্য রফিক সুলায়মান। লেখক ও সংগঠক হিসেবে মজিদ মাহমুদের সাংস্কৃতিক অবদান এবং তার প্রতিষ্ঠিত চর নিকেতন শিক্ষাপল্লী সম্পর্কে তুলে ধরেন তিনি। আমন্ত্রিত শিল্পী প্রিয়াংকা গোপ নজরুল এবং উচ্চাঙ্গ ধারায় দেশের একজন বিশিষ্ট শিল্পী। এই দুজন অতিথিকে অনুষ্ঠানে বরণ করে নেন প্রনস পরিবারের সিনিয়র সদস্যবৃন্দ। অনুভূতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক আহমেদ রেজা এবং সাবেক সচিব খায়রুল আনাম।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেনন রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা, শহীদ কবির পলাশ, নাদিয়া আরেফিন শাওন, মহুয়া বাবর, নাহীদ মোমেন, ফেরদৌসী রহমান চন্দন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিল্পী মাহমুদুল হাসান।