রবিবার ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবর্ধিত হলেন নজরুল গবেষক মজিদ মাহমুদ এবং শিল্পী প্রিয়াংকা গোপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম
কবি মজিদ মাহমুদকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবার

কবি মজিদ মাহমুদকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবার

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) আয়োজিত নজরুল স্মরণ অনুষ্ঠানে নজরুলের দর্শন ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন দেশবরেণ্য নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ড. প্রিয়াংকা গোপ। তাদের দুজনকে প্রনসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।  

রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নজরুল নিয়ে এখন পর্যন্ত তিনটি গ্রন্থ লিখেছেন কবি মজিদ মাহমুদ। সাথে আছে অযুত প্রবন্ধ। ‘নজরুল : তৃতীয় বিশ্বের মুখপাত্র’, ‘নজরুলের মানুষধর্ম’ এবং ‘তুমি শুনিতে চেয়ো না’ — এই তিনটি গ্রন্থ নজরুলের পাঠক এবং লেখকদের কাছে সুপরিচিত। একক বক্তা হিসেবে তার বক্তব্য উপস্থিত শ্রোতা-দর্শকদের বিমোহিত করে রাখে।

ড. প্রিয়াংকা গোপকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবার

ড. প্রিয়াংকা গোপকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবার

শিল্পী প্রিয়াংকা গোপকে ক্রেস্ট দিয়ে ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করলো প্রনস পরিবারঅনুষ্ঠানের শুরুতে অতিথিদ্বয়কে পরিচয় করিয়ে দেন সংগঠনের সম্পাদকমণ্ডলির সদস্য রফিক সুলায়মান। লেখক ও সংগঠক হিসেবে মজিদ মাহমুদের সাংস্কৃতিক অবদান এবং তার প্রতিষ্ঠিত চর নিকেতন শিক্ষাপল্লী সম্পর্কে তুলে ধরেন তিনি। আমন্ত্রিত শিল্পী প্রিয়াংকা গোপ নজরুল এবং উচ্চাঙ্গ ধারায় দেশের একজন বিশিষ্ট শিল্পী। এই দুজন অতিথিকে অনুষ্ঠানে বরণ করে নেন প্রনস পরিবারের সিনিয়র সদস্যবৃন্দ। অনুভূতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক আহমেদ রেজা এবং সাবেক সচিব খায়রুল আনাম।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেনন রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা, শহীদ কবির পলাশ, নাদিয়া আরেফিন শাওন, মহুয়া বাবর, নাহীদ মোমেন, ফেরদৌসী রহমান চন্দন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন শিল্পী মাহমুদুল হাসান। 

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
পাহাড়ে শান্তির জন্য চাই সাম্প্রদায়িক সম্প্রীতি
থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নিহত অন্তত ৩১
বরিশালের গৌরনদীতে জাকের পার্টির র‍্যালি ও আলোচনা সভা
জান্নাতের টিকেট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪১তম জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় দুর্জয়ের স্বর্ণ পদক অর্জন
ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ের ছবি প্রকাশ
সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি
গ্লোবাল ভিসা হাব লিমিটেড: দেশের শীর্ষস্থানীয় ভিসা ও ভ্রমণসহায়ক প্রতিষ্ঠান
টঙ্গীর আগুনে এবার চলে গেলেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈম
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft