
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, বাংলাদেশে ফার্সি এবং বাংলা সাহিত্যের পুর্নমেলবন্ধনে অগ্রদূত ড. মো. আবুল কালাম সরকার ২০২৫ সালের ডিনস অ্যাওয়ার্ড এর আন্তর্জাতিক গবেষণাগ্রন্থ (Research Book International) বিভাগে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। কলা অনুষদে গত তিন বছরের (২০২১-২৩) জন্য এ ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হলো।
ধ্রুপদি ফার্সি গদ্য, সাহিত্য, ভাষা ও অনুবাদ বিষয়ে নিবেদিত এই প্রজ্ঞাবান গবেষক তার একাডেমিক জীবনে প্রকাশ করেছেন ১২টি গ্রন্থ এবং ৫০টিরও বেশি গবেষণাপত্র দেশি–বিদেশি খ্যাতনামা জার্নালে। আন্তর্জাতিক পর্যায়ে ৪৮টিরও বেশি সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন বিশ্ব একাডেমিক পরিমণ্ডলে। তার গবেষণা শুধু ভাষা ও সাহিত্যে নয়, সংস্কৃতি, ইতিহাস ও দর্শনের এক আন্তঃসম্পর্কিত দৃষ্টিভঙ্গিও তুলে ধরে।
বাংলাদেশে ফার্সি ভাষা ও সাহিত্যের জনপ্রিয়করণে তার ভূমিকা নিঃসন্দেহে ঐতিহাসিক। এই অনন্য অবদানেরই স্বীকৃতি হিসেবে তিনি ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেছেন তাঁর সাম্প্রতিক গ্রন্থ A Mouthful of Sugar in Bangladesh: The Standing of the Iconic Figures of Persian Literature in Bangladesh–এর জন্য।
বইটি প্রকাশ করেছে ইরানের আল্লামা তাবাতাবাই বিশ্ববিদ্যালয় প্রেস, যা ইরান ও বাংলাদেশের সাংস্কৃতিক ও একাডেমিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।
এই গ্রন্থে অধ্যাপক ড. সরকার বিশ্লেষণ করেছেন বাংলা সংস্কৃতিতে ফার্সি সাহিত্য ও ভাবধারার প্রভাব, মধ্যযুগীয় বাংলা কবিতায় ফার্সি কাব্যধারার প্রতিফলন, এবং দুই ভাষার পারস্পরিক আদান-প্রদান কীভাবে দক্ষিণ এশীয় মানবিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তার গবেষণায় ইতিহাস ও ভাষা একসূত্রে গাঁথা—যেমন তিনি নিজেই বলেন, ‘বাংলার মাটিতে ফার্সির গন্ধ আছে, যেমন আছে ভালোবাসার, মমতার, জ্ঞানের।’
ড. সরকার এর আগেও ২০১৮ সালে গবেষণাগ্রন্থ বিভাগে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তার ধারাবাহিক সাফল্য কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা অঙ্গনের এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।
শুধু একাডেমিক গবেষণায় নয়, ন্যায্যতা ও অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি একজন সক্রিয় ও সচেতন নাগরিক। ২৫ বছর ধরে তিনি পেশাজীবী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে শিক্ষক সমাজের কল্যাণ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
একই বিভাগে আন্তর্জাতিক গবেষণাপত্র (Article) বিভাগে অধ্যাপক ড. মুমিত আল রশীদ, বর্তমান চেয়ারম্যান, ডিনস অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছেন।
আজকালের খবর/ওআর