প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ বলেছেন, ‘আমরা কখনো দেখিনি গেস্টরুম কালচার মানে নির্যাতনের কালচার। শিক্ষার্থীদের নির্যাতন করার মাধ্যমে কালচারটাকে ধ্বংস করেছে ছাত্রলীগ।’
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জহির রায়হান বলেন, ‘আমি নিজেও হলে থেকেছি এবং গেস্টরুম ফেস করেছি। ওই সময় সিনিয়র-জুনিয়র পরিচিত হওয়া এবং একে অপরের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য এটা করা হতো। আমরা কখনোই গেস্টরুম কালচারকে নির্যাতনের কালচার হিসেবে গড়ে তুলিনি। এই গেস্টরুম নির্যাতনের কালচার তৈরি করেছে মূলত ছাত্রলীগ।’
তিনি বলেন, ‘এ জন্য আমরা ছাত্রলীগের এই নষ্ট সংস্কৃতি আর ফিরিয়ে আনতে চাই না। এমনকি গণরুম কালচারও চাই না। যদি কোনো শিক্ষার্থী অর্থের অভাবে কোথাও থাকতে না পারেন, তাদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হবে, তবে সেটা গণরুম কালচার হবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।’
ছাত্র সংসদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘বিগত চারটি নির্বাচন নিয়ে অভিজ্ঞতার অনেক বিষয় থাকাতে এগুলো আমাদেরকে ভাবাচ্ছে। শিক্ষার্থীদের সাথে মিশার খুব অল্প সময় পেলেও খুব ভালো রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ।’
তিনি আরও বলেন, ‘ছাত্রশিবিরের প্যানেলগুলো থেকে যারা নির্বাচন করছে তারা সবাইই আগে থেকে হলে থাকার সুযোগ পেয়েছে। কিন্তু আমাদের কেউ এতো বছর হলে থাকতে পারে নি। তাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের উঠাবসা ও চলাফেরাও কম হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে শুধু দল না ব্যক্তি বিশেষেও ভোটের উপর অনেক প্রভাব পড়ে।’
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ ও অগ্রগতি জানতে এবং নতুন কমিটি গঠনের ব্যাপারে নবীনদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করতে ক্যাম্পাসে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহির রায়হান আহমেদ।
আজকালের খবর/ওআর