প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম

নীলফামারী ডিমলায় পার্টনার প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন করেন সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।
রবিবার (১৯অক্টোবর) দিনব্যাপী এই পরিদর্শনকালে তিনি পার্টনার স্কুল মনিটরিং, কৃষি প্রদর্শনী ঘুরে দেখা, বীজ সংরক্ষণের কার্যক্রম যাচাই এবং নির্ধারিত ফল বাগানে স্প্রিংলার সেচ কার্যক্রমের এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. কামরুজ্জামান , সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা- শওকত রেজা, মো: নুরুজ্জামান , মো: শাহাজাহান সহ ও স্থানীয় কৃষকগন।
এ সময় পরিদর্শনের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
আজকালের খবর/ওআর