মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
মোহাম্মদ শাকিল, চট্টগ্রাম
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:১৪ পিএম
অনিয়ম নিয়ম হয়ে দাঁড়িয়েছে পূর্বাঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে। রাজনীতি, স্বজনপ্রীতি অনৈতিক সুবিধার বলয়ে পূর্বাঞ্চলে বাহিনীর শৃঙ্খলা দিন দিন ভঙ্গুর পর্যায় পৌঁছেছে। যার প্রমাণ পাওয়া যায় গুরুত্বপূর্ণ সার্কেল চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) কার্যক্রমে।

অদৃশ্য ক্ষমতার বলে একই কর্মস্থলে টানা এক যুগ ধরে পড়ে আছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য নায়েক দুলাল। ২০০৪ সালে আরএনবি'তে নিয়োগের পর দুলাল চট্টগ্রাম সিজিপিওয়াই'তে রয়ে গেছেন। অন্যান্য স্টাফদের ক্ষেত্রে পান থেকে চুন খসলেই বদলী  হয়ে যায়। কিন্তু লাগাতার অপরাধ করেও বছরের পর বছর দুলাল পড়ে আছেন সিজিপিওয়াই'তে কথিত ক্যাশিয়ার হিসাবে।

দীর্ঘ সূত্রে জানা যায়, প্রতিটি সার্কেল-চৌকির অফিসিয়াল কার্যক্রম ও দপ্তরিক খরচ হিসাবে সরকারি কোন ফান্ড থাকে না। যার ফলেই এই খরচ সমূহ চালিয়ে নিতে কিছু কিছু নিয়মবহির্ভূত কাজ হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ ধরে। যা চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে বাহিনীতে। ঝুঁকি ভাতা, রেশন ভাতা ও অন্যান্য দাবী আন্দোলনের পাশাপাশি দাপ্তরিক খরচ  মেটানোর জন্য কোন আবেদন করা হয় না বাহিনীর পক্ষ থেকে। 

যার ফলে বাহিনীর মেস চালানো থেকে দাপ্তরিক খরচ মেটাতে বাহিনীর সদস্যদের ব্যবহার করা হচ্ছে উপড়ি আয়ের ভেতর। যাকে পুঁজি করেও অনেক সদস্য বেপরোয়া হয়ে যাচ্ছে অবৈধ ভাবে আয়ের বিস্তর সুযোগ নিতে গিয়ে। এর ফলে একই পদে থাকার জন্য অনেক সময় রাজনৈতিক প্রভাব থেকে অনৈতিক সুবিধার মাধ্যমে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে রাখার নীতি চালু হয়ে আছে পূর্বাঞ্চলে। কখনো কখনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়েও বাগিয়ে নেয়া হয় বিস্তর সুবিধাযুক্ত কর্মস্থল। 

সূত্রে জানা যায়, নায়েক দুলাল'কে ব্যবহার করা হয় সিজিপিওয়াই এর কথিত ক্যাশিয়ার হিসাবে। সিজিপিওয়াই তে পোষ্টিং হাবিলদার জসীম উদ্দিন সরকার'কে আখাউড়ায় বদলীর পরে নায়েক দুলাল'কে দিয়ে কিছুদিন ডিউটি বন্টন করানো হয়। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম জানার পর দুলালকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। তারপর ডিউটি বন্টনের দায়িত্ব দেয়া হয় হাবিলদার কুতুব উদ্দিন'কে। উল্লেখ্য যে, বাহিনীতে পোষ্টিং হাবিলদার পদ নিয়ে আলোচনা সমালোচনার কমতি নেই। 

এবিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামের সাথে কথা হলে তিনি অতীতে জানিয়েছেন, এই অনৈতিক পোষ্টটি তিনি বন্ধ করে দিবেন। কিন্তু তা আজও কার্যকর করা হয়নি।

 সিজিপিওয়াই থেকে পোষ্টিং হাবিলদার পোষ্ট থেকে জসীমকে সারানো হলেও বাকি সার্কেল-চৌকিতে পোষ্টিং হাবিলদার পদটি বহাল আছে। যা নিয়েও আলোচনা সমালোচনা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য জানান, আমাদের কিছু সদস্য বেপরোয়া, যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবের মাধ্যমে জিম্মি করে রেখেছেন। অনিয়মের কারণে কাউকে বদলী করলে, তাকে একই জায়গায় আবারো রেখে দেয়ার জন্য রাজনৈতিক নেতাদের ব্যবহার করে বাহিনীর শৃঙ্খলা নষ্ট করে দেয়া হচ্ছে। এছাড়াও স্বজনপ্রীতির দুর্বলতায় আটকে গেছেন চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম। চাকরি জীবনে একই সাথে কাজ করায় ঘনিষ্ট সখ্যতার কারণেও আশাবুল ইসলামের দুর্বলতাকে পুঁজি করে অনিয়ম নিয়ম হয়ে যায় পূর্বাঞ্চলে।

গত ১৯ অক্টোবর সিজিপিওয়াই থেকে নায়েক দুলাল'কে চট্টগ্রাম স্টেশনের জেনারেল শাখায় বদলী করার এক দিনের ব্যবধানে ২০ অক্টোবর আবারো তাকে সিজিপিওয়াই'তে ফিরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়। যার সূত্রে জানা যায়, নায়েক দুলাল ছাড়া সেখানকার খাবারবে মেস চালানো অসম্ভব। এছাড়াও সেখান অনৈতিক ভাবে টাকা সংগ্রহ করার জন্যও কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। এবিষয়ে চীফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম'কে ফোন দিলে দুলালের সিজিপিওয়াই'তে ফিরে যাওয়ার বিষয় স্বীকার করেন। দুলালের পাশাপাশি  হাবিলদার কুতুবউদ্দিনের দীর্ঘদিনের ভুয়া টিএ বিল তৈরী কারসাজি ও বাহিনীর সদস্যদের অর্জিত টিএ বিল থেকে ২০% করে নেয়া সহ নিজের নামে ভুয়া টিএ বিল তৈরী করে সরকারের টাকা আত্মসাৎ করার বিষয় গুলো পুনরায় বলা হলে আশাবুল ইসলাম জানান, তাদের অতি শিগ্রই সেখান থেকে সরিয়ে দেয়া হবে। 

উল্লেখ্য যে, এখন পর্যন্ত শাস্তি যোগ্য কোন আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি পূর্বাঞ্চলের  যে কোন অনিয়ম দুর্নীতির বিষয়ে উঠে আসা তথ্যের বিষয়ে। সূত্র বলছে অনৈতিক সুবিধা ও স্বজনপ্রীতির কারণে যথাযথ ব্যবস্থা নিতে পারছেন না তিনি। 

এব্যাপারে রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব)কে ফোনে না পেয়ে ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

বিস্তারিত আসছে পরবর্তী প্রতিবেদনে......

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: গোলাম পরওয়ার
৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
শাপলা প্রতীক নিয়ে ফের পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি
প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশের লেখক ডিরেকটরির নতুন সংস্করণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
‘নির্যাতনের মাধ্যমে গেস্টরুম কালচার ধ্বংস করেছে ছাত্রলীগ’
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১২ সুপারিশ ৬ মানবাধিকার সংস্থার
পূর্বাঞ্চলের চীফ কমান্ড্যান্ট জিম্মি বাহিনীর সদস্যদের কাছে
ডিমলায় পার্টনার প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সিনিয়ার মনিটরিং আফিসার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft