প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম
প্রবাসী কবি আবদুল হাকিমের নতুন কাব্যগ্রন্থ ‘নীল জোছনা’ প্রকাশ করেছে আলোকায়ন। কবিতা এবং গীতিকবিতার সংকলন এটি।
সম্প্রতি ফরিদপুরে কবি জসিমউদদীনের সমাধির পাশে বইটির একটি অনাড়ম্বর প্রকাশনা উৎসব আয়োজিত হয়।
অভিনেতা ইকবাল বাবু, লোক গবেষক আঁখি হক, কবি আবদুল হাকিম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
তারা জসিমউদদীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডালিম গাছের চারা রোপণ করেন। বৃক্ষবন্ধু পরিষদের সদস্যবৃন্দের সঙ্গে কবি হাকিম তার প্রিয় কবি জসিমউদদীনের বাড়ি এবং সমাধি পরিদর্শন করেন।
কবি আবদুল হাকিম দীর্ঘদিন ধরে ইউরোপে বাস করছেন। তিনি কবিতা ও গান লিখছেন প্রায় তিন যুগ থেকে।
প্রবাস জীবনে দেশমাতৃকা ও বাউলগান গভীরভাবে মিস করেন তিনি। কবি আবদুল হাকিম নিজেও ঢাকার কেরানিগঞ্জের বাউল অধ্যুষিত এলাকার সন্তান। কবিতা ও গানে তিনি মানবিক সম্পর্ক, আধ্যাত্ম্যবাদ এবং যুগযন্ত্রণাকে সরল ভাষায় তুলে ধরেন।
আজকালের খবর/আরইউ