বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে ডাকাতি মামলার অন্যতম সহযোগী সদস্য গ্রেপ্তার
কাজী রনি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৩১ পিএম
বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে গত ৮ অক্টোবর পাহারাদারদের বেঁধে একাধিক দোকানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য জালাল মিজিকে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ। 

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ওই আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ডাকাত সদস্য জালাল মিজি মুন্সিগঞ্জ সদর থানা এলাকার বানিয়াল মহেশপুর গ্রামের কাশেম মিজির ছেলে। 

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় মামলা দায়েরর পরবর্তী থেকে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ডাকাত সদস্য জালাল মিজি একজন আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য। তার বিরুদ্ধে বরিশাল সহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। 

পাশাপাশি তিনি আরো বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। 

বাংলাদেশ পুলিশের দ্রুততম এই সফলতায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক আমরা চাই না: সালাহউদ্দিন
গৌরনদীতে পাহারাদারদের বেঁধে ডাকাতি মামলার অন্যতম সহযোগী সদস্য গ্রেপ্তার
সবচেয়ে বেশি দান করেন যে ধনকুবেররা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দিয়ামনি ই কমিউনিকেশনের খুলনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা
মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬
নতুন সিনেমায় চঞ্চল, থাকছেন সাবিলা-রাজও!
ডাক বিভাগের আধুনিকায়ন সময়ের দাবি
বাংলাদেশকে অবশ্যই প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে: প্রধান উপদেষ্টা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft