সোমবার ১৩ অক্টোবর ২০২৫
চুয়াডাঙ্গায় চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৬ এএম
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ প্রাথমিক তথ্যে মৃত ৫ ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে।

মৃতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লাল্টু (৪৫), শহীদ মোল্লা (৫০), ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার লালটু (৩৮) এবং খেদের আলী (৫৫)। মৃতরা সবাই পেশায় দিনমজুর ও লেবারের কাজ করতো।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর ১০/১২ জন ডিঙ্গেদহ এলাকার গোপনস্থানে বিষাক্ত চোলায় মদ পান করে। এতে করে ১১ অক্টোবর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে, রবিবার রাতে তিনজন ব্যক্তি মদপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে ২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১ জন সদর হাসপাতালে ভর্তি আছে। 

ওসি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে। দু'জনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাজারে অবৈধভাবে দেশি চোলাই মদ বিক্রি চলছে। 

এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
এইচএসসির ফলাফল ১৬ অক্টোবর
উখিয়ায় শীর্ষ মাদক সম্রাট যুবদল নেতা গ্রেপ্তার
ডিএসসিসিতে স্মারকলিপি দেবে বিএনপি
নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি
হজে যেতে নিবন্ধিত হয়েছেন ৪৩ হাজার ৩৭৪ জন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
পুলিশের বাধার মুখে প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা
সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানালেন জামায়াত আমির
সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft