প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম

সারা দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষন প্রতিযোগীতা নতুন কুঁড়ি অনুষ্ঠান ২০২৫ এ তিনটি বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে দু’টি বিষয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে উর্ত্তিন হয়ে ঢাকায় চুরান্ত বাচাই পর্বে প্রতিযোগীতার করার সুযোগ পেয়েছে প্রিয়ন্তী পোদ্দার।
প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের মেজ মেয়ে এবং টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী।
জানা গেছে, ৪ থেকে ৮ অক্টোবর প্রথমে বরিশাল জেলা ও পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে প্রিয়ন্তী পোদ্দার বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত হয়ে ঢাকায় চুরান্ত বাছাই পর্বে প্রতিযোগীতার করার সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রিয়ন্তী পোদ্দার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পুরস্কার লাভ করে।
আজকালের খবর/ওআর