প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:২১ পিএম

চুয়াডাঙ্গা জাফরপুরস্থ ৬ বিজিবি ব্যাটেলিয়ানের সামনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান (৩০) নামে এক যুবক মারা গেছে। এতে বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা খান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বিজিবি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখো মুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে মাহফুজুর রহমান পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারাযায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/বিএস