প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:১৮ এএম

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা অনলাইন গেম খেলতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে। ১৩ বছর বয়সী নিতারার কাছ থেকে অনলাইনে চাওয়া হয় নগ্ন ছবি। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে আয়োজিত সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫-এ হাজির হয়ে এই তিক্ত অভিজ্ঞতার জানালেন অক্ষয়।
অক্ষয় বলেন, নিতারা একদিন অনলাইনে ভিডিও গেম খেলছিল। একটি ব্যক্তি অনলাইনেই তাকে উৎসাহ জোগাচ্ছিল। হঠাৎ করেই নিতারার কাছে জানতে চাওয়া হয়, সে মেয়ে নাকি ছেলে। নিতারা যখন এই ব্যক্তিকে নিজের পরিচয় দেয়, তখনই ব্যক্তির ব্যবহার বদলাতে শুরু করে।
অক্ষয় আরও জানালেন, নিতারার আসল পরিচয় জানতে পেরেই, ওই ব্যক্তি নগ্ন ছবি চাইতে শুরু। আর তৎক্ষণাৎ নিতারা ওই গেম খেলা ছেড়ে দেয়।
অক্ষয়ের কথায়, নিতারা আমাকে ও ওর মা টুইঙ্কলকে সবটা জানিয়েছে। অনেকে তো মা-বাবার সঙ্গে এসব শেয়ারই করতে চায় না। তাই সবাইকে একটু সতর্ক থাকা উচিত। সন্তানদের সঙ্গে মন খুলে কথা বলা উচিত।
অক্ষয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি মুখার্জিও। সাইবার ক্রাইমের বিরুদ্ধে তিনিও গর্জে উঠলেন। সঙ্গে জানালেন, এই সাইবার ক্রাইম নিয়ে আরও বেশি সজাগ ও সচেতন হওয়া উচিত। এর জন্য দেশটির সরকারে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ করারও আবেদন জানালেন রানি।
আজকালের খবর/বিএস