রবিবার ৫ অক্টোবর ২০২৫
শিশির মনিরের প্রচেষ্টায় অবশেষে বিদ্যুৎ পাচ্ছে শাল্লার পাঁচ গ্রামের ৪০০ পরিবার
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:২৪ পিএম
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের টাকায় দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্পে  অনিয়মের কারণে ৩  বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সুনামগঞ্জের শাল্লার পাঁচ গ্রামের ৪ শতাধিক পরিবার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩১ কোটি টাকার এই প্রকল্পের অনিয়ম ও মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ হয়  বিভিন্ন গণমাধ্যমে।

বিষয়টি দৃষ্টি গোচর হয় আইনজীবী শিশির মনিরের । গ্রামের পাশে পল্লী বিদ্যুৎ থাকলেও পিডিবির বিল বকেয়া থাকায় এবং নিয়মের বেড়াজালে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন তারা। পিডিবির বকেয়া থাকা ৮ লক্ষ টাকা বিল পরিশোধ করে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন শিশির মনির। তার প্রচেষ্টায় অবশেষে বিদ্যুতের আলো জ্বলেছে শাসখাই বাজারে। 

শনিবার বিকেলে আলো জ্বালিয়ে শ্বাসখাই বাজারের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন আইনজীবী শিশির মনির ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিলন কুমার কুন্ড।  দীর্ঘদিন পর বিদ্যুতের আলো পেয়ে উচ্ছাস প্রকাশ করেন গ্রামবাসী। খুব স্বল্প সময়ের মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার চেষ্টা করবেন বলে জানান শিশির মনির। 

পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার মিলন কুমার মন্ডল বলেন, পাঁচ গ্রামের মানুষ ছিলেন পিডিবির গ্রাহক। পিডিবির সমস্যা হওয়ায় তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে আমাদের পল্লী বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়ন হওয়ার কারণে নতুন সংযোগ দেয়া যাচ্ছিল। তাছাড়া বিল বাকি থাকায় পিডিবিও ছাড়পত্র দিচ্ছিল না। তাই শিশির মনির সাহেব সবার বিল দিয়ে সহযোগিতা করায় আমরা কাজ শুরু করতে পেরেছি। 

বক্তব্যকালে শিশির মনির বলেন, ঘরে বিদ্যুৎ না থাকলে বাচ্চারা লেখাপড়া করবে কিভাবে, বড়রা কাজ করবে কিভাবে। এই সময়ে এসে বিদ্যুৎ নিয়ে কথা বলতে হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক। রাজনীতি মানে এং কারেঙ্গা তেং কারেঙ্গা বক্তব্য দেয়া না। রাজনীতি মানুষের জন্য। মানুষের উপকারে যদি রাজনীতি না আসে তাহলে এই রাজনীতির দরকার নাই। আমি যখন জেনেছি পাঁচ গ্রামের বিদ্যুৎ সমস্যা আমি তখন থেকে এটা নিয়ে কাজ করেছি। নানাভাবে যোগাযোগ করার পর সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আজ বাজারের সবার ঘরে আলো জ্বালালো। পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের সাথে আমার সব সময় কথা হচ্ছে। খুব স্বল্প সময়ের মধ্যে গ্রামের সকলের ঘরে পৌঁছে যাবে বিদ্যুৎ। 

সাবেক ইউপি সদস্য মন্টু চন্দ্র দাসের সভাপতিত্বে ও সুব্রত কুমার দাসের সঞ্চালনায় উদ্বোধনী 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজিত কুমার দাস,  শাসখাই বাজার পরিচালনা কমিটির সভাপতি তপু চন্দ্র দাস, স্থানীয় ইউপি সদস্য অসিত চন্দ্র দাস,  ইউপি সদস্য দীজেন দাস।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান শুরু, নিষেধাজ্ঞা অমান্য করলেই ব্যবস্থা
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড নওগাঁ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেবীদ্বারে ৮ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়,প্রধান আসামি গ্রেপ্তার
নন্দীগ্রামে সিঁদ কেটে গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি
ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪
ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ফ্লোটিলার অভিযাত্রীরা
শিশির মনিরের প্রচেষ্টায় অবশেষে বিদ্যুৎ পাচ্ছে শাল্লার পাঁচ গ্রামের ৪০০ পরিবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft