রবিবার ৫ অক্টোবর ২০২৫
হাসপাতালে কাতরাচ্ছেন এফ আই মানিক, পাশে নেই কেউ
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৪৭ পিএম
চলতি শতকের শূণ্য দশকে অশ্লীলতায় নিমজ্জিত চলচ্চিত্রকে যে নতুন প্রাণ দিয়েছিলেন তিনি তারকা পরিচালক এফ আই মানিক। সিনেমা হল দেখে নাক সিঁটকানো দর্শকরা ফিরেছিলো তার পরিচালিত ব্যাক টু ব্যাক ‘চাচ্চু’, ‘দাদীমা, ‘কোটি টাকার কাবিন’, পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’র মতো সিনেমার গল্পে। এরমেধ্য কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে তারকাখ্যাতি পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা চিত্রনায়ক শাকিব খান অপু বিশ্বাস। সেই এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় ছাটফট করছেন অথচ তার পাশে পরিবার-পরিজন, সহকর্মী কেউ নেই।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি হার্নিয়ায় আক্রান্ত। অবস্থা গুরুতর হলে এক অনুজের (হৃদয় খান বাদশা) সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি হন রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে। পরে ওই অনুজ মানিকের পরিবার ও ভাইবোনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। পরবর্তীতে পরিচালক সমিতির সঙ্গে কথা হলেও বিষয়টি পারিবারিক সিদ্ধান্তের বিষয় এমনটা জানিয়েছেন। এ ব্যাপারে হাসাপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তার অবস্থা খারাপ। দ্রুত অপারেশন করাতে হবে। এখানে টাকা পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সিদ্ধান্ত। আমরা সেটাই পাচ্ছি না। এ অবস্থায় আমরাও বিপাকে।

পরে এ নিয়ে কথা হয় পরিচালক সমিরি যুগ্ম মহাসচিব কবিরুল ইসলাম রানার সঙ্গে। তিনি বলেন আমি ঢাকার বাইরে আছি, সন্ধ্যায় ফিরেই হাসপাতালে যাবে। প্রয়োজনীয় যা করার মানিক ভাইয়ের জন্য করা হবে।
পরিচালক সমিতির সাবেক মহাসচিব এফ আই মানিক পরিচালিত সর্বশেষ সিনেমা ডিপজল পরিচালিত ‘সৌভাগ্য’ মুক্তি পায় ২০২১ সালে।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান শুরু, নিষেধাজ্ঞা অমান্য করলেই ব্যবস্থা
খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার
ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড নওগাঁ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেবীদ্বারে ৮ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়,প্রধান আসামি গ্রেপ্তার
নন্দীগ্রামে সিঁদ কেটে গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি
ক্যারিবীয় সাগরে নৌযানে ফের মার্কিন হামলা, নিহত ৪
ইসরায়েলে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ফ্লোটিলার অভিযাত্রীরা
চুয়াডাঙ্গার যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft