প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৪৭ পিএম

চলতি শতকের শূণ্য দশকে অশ্লীলতায় নিমজ্জিত চলচ্চিত্রকে যে নতুন প্রাণ দিয়েছিলেন তিনি তারকা পরিচালক এফ আই মানিক। সিনেমা হল দেখে নাক সিঁটকানো দর্শকরা ফিরেছিলো তার পরিচালিত ব্যাক টু ব্যাক ‘চাচ্চু’, ‘দাদীমা, ‘কোটি টাকার কাবিন’, পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’র মতো সিনেমার গল্পে। এরমেধ্য কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে তারকাখ্যাতি পান ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা চিত্রনায়ক শাকিব খান অপু বিশ্বাস। সেই এফ আই মানিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় ছাটফট করছেন অথচ তার পাশে পরিবার-পরিজন, সহকর্মী কেউ নেই।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি হার্নিয়ায় আক্রান্ত। অবস্থা গুরুতর হলে এক অনুজের (হৃদয় খান বাদশা) সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি হন রাজধানীর ইনসাফ বারাকা হাসপাতালে। পরে ওই অনুজ মানিকের পরিবার ও ভাইবোনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। পরবর্তীতে পরিচালক সমিতির সঙ্গে কথা হলেও বিষয়টি পারিবারিক সিদ্ধান্তের বিষয় এমনটা জানিয়েছেন। এ ব্যাপারে হাসাপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, তার অবস্থা খারাপ। দ্রুত অপারেশন করাতে হবে। এখানে টাকা পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ পরিবারের সিদ্ধান্ত। আমরা সেটাই পাচ্ছি না। এ অবস্থায় আমরাও বিপাকে।
পরে এ নিয়ে কথা হয় পরিচালক সমিরি যুগ্ম মহাসচিব কবিরুল ইসলাম রানার সঙ্গে। তিনি বলেন আমি ঢাকার বাইরে আছি, সন্ধ্যায় ফিরেই হাসপাতালে যাবে। প্রয়োজনীয় যা করার মানিক ভাইয়ের জন্য করা হবে।
পরিচালক সমিতির সাবেক মহাসচিব এফ আই মানিক পরিচালিত সর্বশেষ সিনেমা ডিপজল পরিচালিত ‘সৌভাগ্য’ মুক্তি পায় ২০২১ সালে।
আজকালের খবর/আতে