কক্সবাজার টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় দেখা মিলেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহের, ধারনা করা হচ্ছে মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছরের উর্ধ্বে। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিষয়ে জানতে চাইলে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, আজ সকালে নৌ-ঘাট এলাকায় নাফ নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও হাফপ্যান্ট।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি জায়েদ নূর বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজকালের খবর/ এমকে