বিশ্ববিদ্যালয়গুলোতে চীনের ভাষা শিক্ষা ‘মেজর কোর্স’ হিসেবে চালুর প্রস্তাব
রবিউল আলম
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৫৯ এএম
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চীনের ভাষা শিক্ষা ‘মেজর কোর্স’ হিসেবে চালু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) প্রস্তাব দিয়েছে দেশটির সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কো-অপারেশন (সিএলইসি)।

ইউজিসি এ প্রস্তাবকে ইতিবাচক হিসাবে দেখছে এবং দেশের বিশ্ববিদ্যালয়ে এ কোর্স চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।

গতকাল (শনিবার) রাতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সিএলইসি’র প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের এক সভার বরাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য দিয়েছে ইউজিসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএলইসি বলছে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ কোর্স চীনা ভাষায় দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে সিএলইসি চীনা ভাষা শিক্ষার অলাভজনক ও পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান। এটি আন্তঃসাংস্কৃতিক শিক্ষার প্রসারে একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে।

ইউজিসির সঙ্গে সভায় সিএলইসির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর কিয়ান তিয়ানকি।

সভায় জানানো হয়, বর্তমানে ১৯০টি দেশে চীনা ভাষা পড়ানো হচ্ছে। চীনে পড়াশোনা এবং উচ্চ বেতনে চাকরির ক্ষেত্রে ভাষা দক্ষতা বাংলাদেশিদের জন্য সহায়ক হবে।

জানা যায়, চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতি প্রসারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। প্রতিনিধি দল এ দেশের বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা মেজর কোর্স হিসেবে চালু করার বিষয়ে ইউজিসি’র সহযোগিতা প্রত্যাশা করেন। এক্ষেত্রে বাংলাদেশের দক্ষ শিক্ষকদের সহযোগিতায় চীনা ভাষা শিক্ষা দেওয়ার প্রস্তাব করেন কিয়ান তিয়ানকি। চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতি প্রসারে শিগগিরই ইউজিসি’র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করার আশাবাদ ব্যক্ত করেন। 

ইউজিসিতে অনুষ্ঠিত এ সভায় কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসির সচিব মো. ফখরুল ইসলাম, আর্ন্তজাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন, বাংলাদেশ-চায়না অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (অ্যাবকা) সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সাহাবুল হক উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইসিইউতে
খুলনায় রূপসা সেতুর নীচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার
হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার
মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস, জিয়ার অবদান ও আমাদের প্রত্যাশা
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
বরগুনায় জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত
মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে এগিয়ে আসতে হবে: নয়ন কুমার সাহা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft