ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আমরা প্রত্যেকে আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ তাহের, আলী রায়হান-এর উত্তরসূরি হিসেবে সবসময় জাগ্রত থাকবো। এখনও জুলাই বিপ্লবের যে প্রজন্ম আছি বাংলাদেশের যে প্রান্তে থাকি; আমাদের সকলের লক্ষ্য ও চিন্তা এক; মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, রাজনৈতিক দল আলাদা হতে পারে কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা সবাই এক আছি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিয়া মোড় এলাকায় তিনি এসব কথা বলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ‘চায়ের আড্ডায় ডাকসু ভিপি’ শীর্ষক একটি প্রোগ্রামের আয়োজন করেন।
ডাকসু ভিপি বলেন, আমি বিশ্বাস করি এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ কখনো পথ হারাবে না। আমাদের শহিদেরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে এবং যে বিপ্লবের জন্য জীবন দিয়েছে সেই বিপ্লব পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত তারা (প্রজন্ম) থামবে না।
সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে যারা নির্বাচন করেছি সবাই আমরা জুলাই যোদ্ধা। এখানে জয় কিংবা পরাজয়ের কিছু নাই। ডাকসু নির্বাচনের মধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বিজয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার বিজয় হয়েছে। আমরা কথা দিতে চাই— বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বাধ্য করবো। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই তাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নিয়ে তিনি জানান, শুনেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের কাজ প্রায় শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে তারিখ ঘোষণা করা হবে। আমরা ডাকসুর পক্ষ থেকে আপনাদের সাথে এক হয়ে কাজ করবো। এক সাথে কাজ করার জন্য অনেক সুযোগ রয়েছে। তাই, বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এক সাথে কাজ করবো। এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করবো।
সবাইকে আহ্বান করবো— আমরা যেন সবাই ইনসাফের পক্ষে থাকি। আমাদের এই ঐক্য নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রেজাউল করিম শাকিল, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে