
‘থিংক হেলথ, থিংক ফার্মাসিস্ট’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফার্মেসি বিভাগ এবং ফার্মেসি সোসাইটির উদ্যোগে ‘ওয়াল্ড ফার্মাসিস্ট ডে ২০২৫’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে পকি স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক জয় চন্দ্র রাজবংশী এবং ছাত্র-উপদেষ্টা লেকচারার মো. কামরুল হাসান।
আলোচনায় অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে এখন ফার্মেসি খাতে নন-গ্র্যাজুয়েটরা কোর্স করে কাজ করছে, যা স্বাস্থ্যসেবার মানের জন্য হুমকিস্বরূপ। বিদেশে যেখানে কেবলমাত্র গ্র্যাজুয়েট ফার্মাসিস্টরা ডিসপেন্সারিতে কাজ করে, সেখানে আমাদের দেশে ডিপ্লোমাধারীরাই অনেক দায়িত্ব পালন করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে দেশে ১৫০০ ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে, আশা করি শিগগিরই তা বাস্তবায়িত হবে।’
অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘তোমরা হচ্ছ মেধাবীদের মেধাবী। ওষুধের দাম হয়তো কম, কিন্তু এর কার্যকারিতা অপরিসীম। সুস্বাস্থ্য রক্ষায় তোমাদের অবদান অনস্বীকার্য। তোমাদের জ্ঞান ও আচরণ অন্যদের জন্য দৃষ্টান্ত হওয়া উচিত।’
অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘থিংক হেলথ, থিংক ফার্মাসিস্ট’ স্লোগানের মাধ্যমে সমাজকে জানানো হচ্ছে, স্বাস্থ্য সমস্যায় সঠিক সমাধানের জন্য ফার্মাসিস্টের দ্বারস্থ হওয়া জরুরি। ১৯১২ সালে নেদারল্যান্ডসে প্রথম ফার্মাসিস্টদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।’
ছাত্র-উপদেষ্টা লেকচারার কামরুল হাসান বলেন, ‘যদি স্বাস্থ্য নিয়ে ভাবতে চাই, তবে অবশ্যই ফার্মাসিস্টকে কেন্দ্র করে ভাবতে হবে। ডাক্তার ভুল করলে একজন মানুষ মারা যেতে পারে, কিন্তু ফার্মাসিস্টের ভুলে শত শত মানুষের প্রাণহানি ঘটতে পারে। তাই স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উল্লেখ, পরবর্তীতে ফার্মেসি সোসাইটি কর্তৃক শিক্ষার্থীদের জন্য একটি সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে ফার্মেসি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নবিপ্রবি) ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মো শফিকুল ইসলাম। এতে তিনি তার গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আজকালের খবর/ওআর