প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:১১ পিএম

‘সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো’ এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার জাতীয় দৈনিক খোলা কাগজের সংবাদদাতা সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরনদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, গৌরনদী সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক কাজী রনি, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম-সদস্য সচিব ইয়াদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, সদস্য সুমন তালুকদার, সদস্য মাসুদ সরদার, সদস্য জসীম উদ্দিন হাওলাদার, সদস্য রুহুল আমিন, সদস্য সিফাত হোসেনসহ অনান্যরা।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় তারা আরো বলেন, যদি তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হলে সারাদেশব্যাপী আরো জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি গৌরনদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরো জানানো হয়, যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
আজকালের খবর/ওআর