বুধবার ১ অক্টোবর ২০২৫
গৌরনদীতে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কাজী রনি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:১১ পিএম
‘সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো’ এই প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার জাতীয় দৈনিক খোলা কাগজের সংবাদদাতা সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরনদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) বেলা ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

গৌরনদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, গৌরনদী সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক কাজী রনি, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম-সদস্য সচিব ইয়াদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, সদস্য সুমন তালুকদার, সদস্য মাসুদ সরদার, সদস্য জসীম উদ্দিন হাওলাদার, সদস্য রুহুল আমিন, সদস্য সিফাত হোসেনসহ অনান্যরা। 

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 

এ সময় তারা আরো বলেন, যদি তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেওয়া হলে সারাদেশব্যাপী আরো জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি গৌরনদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরো জানানো হয়, যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
সাংবাদিক মোল্লা ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft