বুধবার ১ অক্টোবর ২০২৫
টেকনাফের মাদক সম্রাট র‍্যাবের অভিযানে আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:০১ পিএম
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলেরডেইল এলাকার শীর্ষ মাদক কারবারি ও ইয়াবা সম্রাট আবু তালেব র‍্যাবের হাতে আটক হয়েছে। সূত্রে জানা গেছে, এই ইয়াবা মাফিয়া আবু তালেব (৩০) অন্তত ৭টি মামলার আসামি, যার প্রতিটিই মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত। আসামি হ্নীলা ফুলেরডেইল ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে আবু তালেব (৩০)। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। তবে অভিযানে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার বা মাদক বিক্রির নগদ অর্থ আদায়ের কথা থাকলেও সেটি না হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

র‍্যাব সূত্রে জানা যায়, শীর্ষ মাদক কারবারি আবু তালেব ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ৭টি মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি এবং এন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত শীর্ষ মাদক কারবারি। 

স্থানীয়রা বলছেন, আবু তালেব একজন শীর্ষ মাদক কারবারি এবং বহু অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি। তিনি মিয়ানমার কেন্দ্রিক মাদকপাচার এবং ব্যবসায় জড়িত। এলাকায় তার একটি মাদক সিন্ডিকেট রয়েছে, ওই সিন্ডিকেটে অন্তত ৩০-৪০ জন সদস্য সক্রিয়ভাবে মাদক কারবারে সম্পৃক্ত। আবু তালেব জেলে গেলেও তার চক্রের বাকি সদস্যরা মাদক কারবার পরিচালনা করেন।

স্থানীয়রা আরও জানান, মঙ্গলবার যখন তিনি র‍্যাবের হাতে আটক হন, সে সময় তাকে নিয়ে র‍্যাব তার এলাকা বা ঘরে তল্লাশি পরিচালনা করলে বিপুল পরিমাণ ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ অর্থ, অস্ত্র ও গুলিসহ নানা অবৈধ জিনিসপত্র পাওয়া যেতো। কিন্তু, রহস্যজনকভাবে র‍্যাব বিষয়টি এড়িয়ে গিয়ে শুধুমাত্র তাকে নিয়মিত মামলায় চালান দিয়েছে। 

এ ব্যাপারে র‍্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ.ম ফারুক বলেন- ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ ৭টি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামি আবু তালেব কে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন অশোভন ও দুঃখজনক: ধর্ম উপদেষ্টা
ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন, ক্ষুব্ধ সৌদিসহ আরব দেশগুলো
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’
পেকুয়ায় শহীদ ওয়াসিম ক্রিকেট সিরিজের উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব
প্রকাশিত সংবাদের প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য
২০২৬-এর শুরু থেকেই নতুন পে স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা
সাংবাদিক মোল্লা ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft