বুধবার ১ অক্টোবর ২০২৫
উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:৫০ পিএম
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর  মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম চরাঞ্চল  সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এই ঘটনাটি ঘটে। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায়  হঠাৎ ঝড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। সে সময় ওই কৃষক দম্পতি একই ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে ছিলো তাদের তিন সন্তান। সেই মূহুর্তে ঘরে টিনের চালের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান জাহাঙ্গীর হোসেন  ও তার স্ত্রী রুবি বেগম। তবে পাশের ঘরে থাকা তাদের তিন সন্তান অক্ষত রয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে স্বজনদের নিকট মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
৪ দিনের ছুটি শুরু, ঢাকা ছাড়তে সায়েদাবাদে বৃষ্টি মাথায় যাত্রীরা
গাজা অভিমুখী ত্রাণ নৌবহর শান্তি আটকানোর ঝুঁকি তৈরি করছে: মেলোনি
জামায়াতের লোগো বদল হবে, জানালেন মিয়া গোলাম পরওয়ার
রাতভর বৃষ্টির পর নাকাল নগরবাসী
উলিপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস
জেন-জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
টেকনাফে জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং করণীয় শীর্ষক আলোচনা সভা
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: ড. ইউনূস
দুর্গাপূজার ছুটিতে সচল থাকবে শুল্ক স্টেশন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft