শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
বাড়িয়া ইউপি মেম্বার মর্জিনা তিন অভিযোগে অভিযুক্ত, চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা বেগমের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির তিনটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ থেকে বাঁচতেই তিনি উল্টো বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ছিলেন- ৫নং ওয়ার্ডের মেম্বার মনজুর আলী, ৪নং ওয়ার্ডের মেম্বার মাইদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের মেম্বার মোতালেব গাজী, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাচ্চু মোল্লা এবং ৪,৫,৬ সংরক্ষিত মহিলা মেম্বার রহিছা। তারা অভিযোগ করে বলেন- মেম্বার মর্জিনা সাধারণ মানুষের কাছ থেকে সাবমারসিবল মোটর, গর্ভবতী ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেন। সারাইয়া গ্রামের বিশ্বনাথ দাসের কাছ থেকে মোটর বসানোর নামে ৪০ হাজার টাকা, উত্তম চন্দ্র দাসের স্ত্রীর কাছ থেকে মাতৃত্বকালীন ভাতার নামে ৭ হাজার টাকা, মিহির চন্দ্র মণ্ডলের কাছ থেকে প্রতিবন্ধী ভাতার নামে ৩ হাজার টাকা। কিন্তু, টাকা নেওয়ার পরও প্রতিশ্রুত সুবিধা না দিয়ে ভুক্তভোগীদের বছরের পর বছর ঘুরাচ্ছেন।

ভুক্তভোগীরা ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিলে চেয়ারম্যান হাবিবুর রহমান খান গ্রাম্য সালিশ ডাকেন। অভিযোগকারীদের উপস্থিতিতে মেম্বার মর্জিনা অভিযুক্ত প্রমাণিত হলে তিনি ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন বলেও অভিযোগকারীরা জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আমরা সাবমারসিবল মোটর, ভাতা পাওয়ার আশায় টাকা দিয়েছিলাম। দীর্ঘদিনেও কিছু পাইনি। এখন উল্টো চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, মেম্বার মর্জিনা নিজের দুর্নীতি ও প্রতারণা আড়াল করার জন্য কয়েকটি গণমাধ্যমে অসত্য বক্তব্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।

এ বিষয়ে বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, মর্জিনা বেগমের বিরুদ্ধে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে সালিশ ডাকতেই তিনি আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু করেছেন। এমনকি আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমি এসব মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তবে অভিযোগের বিষয়ে মেম্বার মর্জিনা বেগম সবকিছু অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এগুলো চেয়ারম্যানের ষড়যন্ত্র। 

স্থানীয়রা প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গত বছরের চেয়ে এবার দেশে দুর্গাপূজার আয়োজন বাড়ছে ১৮৯৪টি
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন: প্রধান উপদেষ্টা
নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্টে ব্যারিস্টার রোকনুজ্জামান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাড়িয়া ইউপি মেম্বার মর্জিনা তিন অভিযোগে অভিযুক্ত, চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
বাজে ফিল্ডিংয়ের পর বিবর্ণ ব্যাটিং: ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে: ড. ইউনূস
গাজীপুর শহরে লোডশেডিং: নগরবাসীর ভোগান্তি
ডিমলায় জিয়া পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft