মো. মাজহারুল ইসলাম (কাঞ্চন), গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ এএম

গাজীপুর জেলা শহরে আবারো শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া এই লোডশেডিং শহরের প্রাণকেন্দ্রসহ বিভিন্ন এলাকায় টানা বেশ কয়েক ঘন্টা ধরে অব্যাহত থাকে।
জয়দেবপুর বাজার, পশ্চিম জয়দেবপুর, বিলাসপুর, রাজবাড়ী রোড, দক্ষিণ ও উত্তর সায়াবিথি, হাজীবাগ, ভুরুলিয়াসহ গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ না থাকায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়েন। আজ বৃহস্পতিবার দিনের বেলাতে এবং রাতেও শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং দেখা দেয়।
এদিকে সেপ্টেম্বরের তীব্র তাপদাহের মধ্যে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটে নগরবাসী অস্বস্তি ও দুর্ভোগে পড়েছেন। বাসাবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্পকারখানায় দৈনন্দিন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। গরমে ছোট শিশু থেকে শুরু করে সব শ্রেণির মানুষই ভীষণভাবে ভোগান্তির শিকার হন। স্থানীয়রা জানান, বিদ্যুৎহীন কয়েক ঘণ্টায় ঘুম থেকে শুরু করে নিত্যকার কাজকর্ম অচল হয়ে যায়। বিশেষ করে তীব্র গরমে কারখানা শ্রমিক ও পরিবারগুলো সবচেয়ে বেশি ভুগেছেন। তারা অবিলম্বে এই দীর্ঘ লোডশেডিং বন্ধের দাবি জানান।
এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার আবুল বাশার প্রতিবেদকে বলেন, গোড়শাল গ্রিড ও জয়দেবপুর গ্রিড থেকে আমরা মুল বিদ্যুৎ পেয়ে থাকি। গতকাল মধ্যরাতে দুটি গ্রিডেই সমস্যা দেখা দেয়। এ কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ ছিল। পরবর্তীতে জয়দেবপুর গ্রিড চালু করা হয়েছে। গোড়াশাল গ্রিডে সংস্কারের কাজ চলছে। আশা করছি দ্রুত ঠিক হয়ে যাবে। আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কাজ করছি। তবে হঠাৎ করে বেশ কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গাজীপুর শহরের নাগরিকদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তিনি আরও জানান, গোড়াশাল গ্রিড চালু হলেই শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
আজকালের খবর/ এমকে