প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম

বরিশালের গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রধান ও সহকারী প্রশিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিদেশগামীদের কাছ থেকে প্রশিক্ষণের নামে টাকা আদায় এবং সরকারি অনুদান আত্মসাতের অভিযোগও পাওয়া গেছে।
প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন, শিল্প কারখানা পরিদর্শনের জন্য সরকারিভাবে প্রতিটি বিভাগে ৭ হাজার টাকা অনুদান এলেও শিক্ষার্থীদের তা দেওয়া হয়নি। একজন শিক্ষার্থী জানান, ২৪ জনের মধ্যে প্রত্যেকে মাত্র ৫০০ টাকা পান, বাকিটা অধ্যক্ষ আত্মসাৎ করেন।
একাধিক ছাত্রী অভিযোগ করেছেন, সহকারী শিক্ষক আবদুর রহমান (সোহান) তাদের কু-প্রস্তাব দেন এবং হুমকি দেন ফেল করানোর। একজন ছাত্রী দাবি করেন, ভালো ফলাফলের জন্য তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, ওই শিক্ষক ভুল পড়ান এবং অতীতে আরও চার ছাত্রীকে যৌন হয়রানি করেছেন।
অভিযোগ রয়েছে, টিটিসির শিক্ষকরা অনিয়ম করে বিদেশগামীদের কাছ থেকেও টাকা নেন এবং প্রশিক্ষণ করান প্রতিষ্ঠানের নিম্নপদস্থ কর্মচারীর মাধ্যমে। এ ছাড়া শিক্ষার্থীদের বাধ্য করা হয় নির্দিষ্ট দোকান থেকে ডকুমেন্ট প্রিন্ট নিতে, না হলে জমা দেওয়া কাগজ ছিঁড়ে ফেলা হয়।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক আবদুর রহমান (সোহান) অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে কু-প্রস্তাব দিইনি। কেউ অভিযোগ করলে প্রধান শিক্ষকের কাছে জানাতে পারত।
প্রধান অধ্যক্ষ আরিফিন চৌধুরী বলেন, দূর থেকে বোঝানো যাবে না, সরাসরি এলে বিস্তারিত বলা যাবে। তিনি আরও জানান, যৌন হয়রানির কিছু মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের খবর/ওআর