পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল অলিখিত ‘সেমিফাইনাল’। এই ম্যাচের জয়ী দলই এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ। এমন ম্যাচে প্রথমে বোলারদের দারুন বোলিংয়ের পরও বাজে ফিল্ডিংয়ের কল্যাণে ১৩৫ রান তুলে পাকিস্তান। টাইগারদের বিবর্ণ ব্যাটিংয়ে এই রানই পাকিস্তানের জন্য ছিল যথেষ্ঠ।
১১ রানে ম্যাচ জিতে ফাইনালে চলে যায় পাকিস্তান। ২০ ওভারে টাইগাররা করতে পারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান জাকের আলী অনিক। ইনিংসের চতুর্থ বলেই পেসার তাসকিনের বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে ফিরে যান এই পাক ওপেনার শাহিবজাদা।
এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন শেখ মেহেদী। ক্রিজে আসা সাইম আয়ুবকে সাজঘরে ফেরান এই স্পিনার। তিন বলে খেলে রানের খাতা খোলার আগেই আউট হন এই পাক ব্যাটার। এরপর ক্রিজে আসা অধিনায়ক সালমান আগাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ফখর জামান।
তবে রিশাদের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২০ বলে ১৩ করে ফখর ও ৭ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান হুসেন তালাত। বিপর্যয় সামাল দেওয়ার আগেই উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৪৯ রানে ২৩ বলে ১৯ রান করা অধিনায়ক সালমান আগাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।
সালমানের বিদায়ের পর ক্রিজে এসে বেশ আগ্রাসী ব্যাটিং করতে থাকেন শাহীন আফ্রিদি। রিশাদ হোসেনের করা ১২তম ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে শাহিন আফ্রিদির সহজ ক্যাচ নিতে পারেননি নুরুল হাসান। পরের বলে পাকিস্তান ব্যাটসম্যান বেঁচেছেন আম্পায়ার্স কলের কারণে। আর পঞ্চম বলে আকাশে তুলেও মেহেদী হাসানের ব্যর্থতায় বেঁচে গেছেন আফ্রিদি। ১ রানে প্রথম দুবার বেঁচে যাওয়া আফ্রিদি তৃতীয়বার বেঁচেছেন ২ রানে।
অবশেষে শাহিন আফ্রিদির ক্যাচ নিতে পারল বাংলাদেশ। খালি হাতে নয়, গ্লাভস হাতেই ক্যাচ নিয়ে আফ্রিদিকে ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। নিজের জায়গা ছেড়ে অনেকটা সামনে গিয়ে তাসকিনের বলে ক্যাচটি নিয়েছেন জাকের। আউট হওয়ার আগে ২ ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন তিনি।
৭১ রানে ৬ উইকেট তুলে নেওয়া বাংলাদেশ ওই ওভারে সুযোগ হারিয়েছে আরেকটি উইকেট নেওয়ার। ওভারের শেষ বলে মোহাম্মদ নেওয়াজের তোলা সহজ ক্যাচটি তো নিতেই পারেননি পারভেজ হোসেন, উল্টো বানিয়ে দিয়েছেন চার। ০ রানে আউট হতে পারত নেওয়াজ। কিন্তু টাইগার ফিল্ডারের আশির্বাদে ২ ছক্কা ১ চারে ১৫ বলে ২৫ রান করেন তিনি।
তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন মোহাম্মদ হারিস। তবে দলীয় ১০৯ রানে ২৩ বলে ৩১ রান করে সাজঘরে ফিরে যান হারিস।
এরপর আগ্রাসী ব্যাটিং করতে থাকা নেওয়াজকে থামান তাসকিন। তাকে ফিরিয়ে নিজেদের তৃতীয় উইকেট তুলে নেন এই টাইগার পেসার। শেষ দিকে ফাহিম আশরাফের ছোট্ট ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
আজকালের খবর/ এমকে