শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
ইনানী সৈকতে ভেসে যাওয়া ৫ তরুণকে জীবিত উদ্ধার করলো বীচ কর্মী ও জেলেরা
আবদুল্লাহ আল আজিজ, উখিয়া
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২১ পিএম
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভাটার স্রোতে ভেসে যাওয়া পাঁচ তরুণ পর্যটককে জীবিত উদ্ধার করেছেন বীচ কর্মী ও স্থানীয় জেলেরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লক্ষীপুর সদর থেকে আসা পাঁচজন তরুণ পর্যটক সাগরে গোসল করতে নেমে হঠাৎ ভাটার স্রোতে গভীর সমুদ্রে ভেসে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও বীচ কর্মী বেলাল উদ্দিন দ্রুত স্থানীয় জেলেদের সহায়তা নিয়ে ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে নামেন। পরে একে একে সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া তরুণ পর্যটকরা হলেন- লক্ষীপুর সদরের হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৮), সেলিমের ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (১৮) এবং আহসান উল্লাহর ছেলে রবিউল (১৮)।

উদ্ধারকারী বীচ কর্মী বেলাল উদ্দিন বলেন, ‌‘ইনানী সৈকতে সাগর উত্তাল থাকায় আমরা পর্যটকদের বারবার মাইকিং করে সতর্ক করেছিলাম। কিন্তু, তারা ঝুঁকি নিয়ে গোসল করতে নেমেছিলেন। আল্লাহর রহমতে সময়মতো উদ্ধার অভিযান চালাতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘সাগর উত্তাল অবস্থায় সাঁতার বা গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটকদের সবসময় বীচ ম্যানেজমেন্টের নির্দেশনা মেনে চলা উচিত’।

উল্লেখ্য, এর আগে গত ১২ সেপ্টেম্বর একই স্থানে নারী ও শিশুসহ আরও তিনজনকে ভাটার স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় জেলেদের সহযোগিতায় তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গত বছরের চেয়ে এবার দেশে দুর্গাপূজার আয়োজন বাড়ছে ১৮৯৪টি
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন: প্রধান উপদেষ্টা
নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্টে ব্যারিস্টার রোকনুজ্জামান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাড়িয়া ইউপি মেম্বার মর্জিনা তিন অভিযোগে অভিযুক্ত, চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
বাজে ফিল্ডিংয়ের পর বিবর্ণ ব্যাটিং: ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে: ড. ইউনূস
গাজীপুর শহরে লোডশেডিং: নগরবাসীর ভোগান্তি
ডিমলায় জিয়া পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft