প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২১ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভাটার স্রোতে ভেসে যাওয়া পাঁচ তরুণ পর্যটককে জীবিত উদ্ধার করেছেন বীচ কর্মী ও স্থানীয় জেলেরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লক্ষীপুর সদর থেকে আসা পাঁচজন তরুণ পর্যটক সাগরে গোসল করতে নেমে হঠাৎ ভাটার স্রোতে গভীর সমুদ্রে ভেসে যান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও বীচ কর্মী বেলাল উদ্দিন দ্রুত স্থানীয় জেলেদের সহায়তা নিয়ে ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে নামেন। পরে একে একে সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া তরুণ পর্যটকরা হলেন- লক্ষীপুর সদরের হাসান আলীর ছেলে মিজান (১৮), মিন্টুর ছেলে হাসান (১৮), সেলিমের ছেলে সোহান (১৮), বেল্লাল হোসেনের ছেলে আরমান (১৮) এবং আহসান উল্লাহর ছেলে রবিউল (১৮)।
উদ্ধারকারী বীচ কর্মী বেলাল উদ্দিন বলেন, ‘ইনানী সৈকতে সাগর উত্তাল থাকায় আমরা পর্যটকদের বারবার মাইকিং করে সতর্ক করেছিলাম। কিন্তু, তারা ঝুঁকি নিয়ে গোসল করতে নেমেছিলেন। আল্লাহর রহমতে সময়মতো উদ্ধার অভিযান চালাতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সাগর উত্তাল অবস্থায় সাঁতার বা গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটকদের সবসময় বীচ ম্যানেজমেন্টের নির্দেশনা মেনে চলা উচিত’।
উল্লেখ্য, এর আগে গত ১২ সেপ্টেম্বর একই স্থানে নারী ও শিশুসহ আরও তিনজনকে ভাটার স্রোতে ভেসে যাওয়ার সময় স্থানীয় জেলেদের সহযোগিতায় তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
আজকালের খবর/ওআর