শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ এএম
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

গাজায় পরিচালিত বর্বর গণহত্যার কঠোর সমালোচনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সতর্ক করে বলছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয়, এমন ভূরাজনীতি এবং অন্যের ভোগান্তিতে উদাসীনতা বহু দশকে আমরা যা অর্জন করেছিলাম তা ধ্বংস করে দিচ্ছে। এর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি গাজায়।

বিশ্ববাসীর চোখের সামনে গাজায় পরিচালিত বর্বর গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুরা না খেতে পেরে অকাল মৃত্যুবরণ করছে। বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল-স্কুলসহ গোটা জনপদ নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে।

গণহত্যা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে না উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘের স্বাধীন তদন্ত দলের সঙ্গে আমরাও একমত, যে আমাদের চোখের সামনেই একটি বর্বর গণহত্যা সংঘটিত হচ্ছে।  আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এই গণহত্যা বন্ধে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারিনি। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।

এ সময় মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারের অধিকারকে সমর্থনও জানান তিনি। 


আজকালের খবর/  এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গত বছরের চেয়ে এবার দেশে দুর্গাপূজার আয়োজন বাড়ছে ১৮৯৪টি
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন: প্রধান উপদেষ্টা
নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্টে ব্যারিস্টার রোকনুজ্জামান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাড়িয়া ইউপি মেম্বার মর্জিনা তিন অভিযোগে অভিযুক্ত, চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
বাজে ফিল্ডিংয়ের পর বিবর্ণ ব্যাটিং: ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে: ড. ইউনূস
গাজীপুর শহরে লোডশেডিং: নগরবাসীর ভোগান্তি
ডিমলায় জিয়া পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft