প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৬ পিএম

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জিয়া পরিষদের উদ্যোগে ব্যাপক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সাবেক সংসদ সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের উন্নয়নের রূপকার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে সমর্থন জানানো হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলার বাবুরহাটে বাজারে দোকানে দোকানে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়। ‘ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ এর মাধ্যমে এলাকার জনগণকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুল কাদের এবং সার্বিক সহযোগিতা করেন জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক। ডিমলা উপজেলায় সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপি উপদেষ্টা অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু।
তারা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ জনগণের হাতে লিফলেট পৌঁছে দেন এবং ইঞ্জিনিয়ার তুহিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অঙ্গীকার সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। এ সময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার তুহিন শুধু একজন সাবেক সংসদ সদস্যই নন, তিনি এই অঞ্চলের উন্নয়নের প্রতীক। ডোমার ও ডিমলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতে তার অবদান চিরস্মরণীয়।
প্রচারণার অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কার্যক্রম আগামী কয়েকদিন চলবে বলেও জানান আয়োজকরা।
আজকালের খবর/ওআর