শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
নন্দীগ্রামের কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার নীলফামারীতে
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১০ পিএম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের কাঠ ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বর্মণ (৫৫) এর লাশ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের আলহাজ্ব আফতাব আলীর বাঁশ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। তার লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯,৭৫০ টাকা পাওয়া যায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণ চন্দ্র বর্মণ গত রবিবার সকাল অনুমানিক ৮টার দিকে পার্শ্ববর্তী কালা সিংড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে কাঠ ব্যবসায়ী বাবলু মিয়ার সাথে বাগান দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবার ও গ্রামবাসী বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে গতকাল মঙ্গলবার সকালে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশ উল্লেখিত স্থান থেকে তার লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম বলেন, নারায়ণ চন্দ্র বর্মণ ও বাবলু মিয়া এক সাথে কাঠের ব্যবসা করতো। গত রবিবার ওরা দু’জন বাগান দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বাবলু মিয়া ফিরে আসলেও নারায়ণ চন্দ্র বর্মণ ফিরে আসেনি। আমি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে জানতে পারি নারায়ণ চন্দ্র বর্মণের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মরদেহ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গত বছরের চেয়ে এবার দেশে দুর্গাপূজার আয়োজন বাড়ছে ১৮৯৪টি
পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিন: প্রধান উপদেষ্টা
নিখোঁজ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার
ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: জাতিসংঘে প্রধান উপদেষ্টা
মরহুম আসগর আলী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাড়িয়া ইউপি মেম্বার মর্জিনা তিন অভিযোগে অভিযুক্ত, চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার
বাজে ফিল্ডিংয়ের পর বিবর্ণ ব্যাটিং: ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান
যুব বেকারত্ব সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে: ড. ইউনূস
গাজীপুর শহরে লোডশেডিং: নগরবাসীর ভোগান্তি
ডিমলায় জিয়া পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft