প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম
নেদারল্যান্ডের আমস্টারডামে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আমস্টারডাম মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস বিএনপির প্রধান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন, গ্রোনিঙ্গেন বিএনপির আহ্বায়ক জুয়েল ফারুক খন্দকার এবং নেদারল্যান্ডস বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম বাবু।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমস্টারডাম মহানগর বিএনপির সভাপতি আব্দুল মতিন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমস্টারডাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মোস্তাক।
প্রধান অতিথি মনোয়ার মোহাম্মদ বলেন আমরা বিশ্বাস করি, প্রবাস থেকেও ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবদান রাখা সম্ভব।
নেদারল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মতিন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের কাছে শুধু উদযাপন নয়, বরং দলীয় ঐক্য ও সংগ্রামের নতুন শপথ।
গ্রোনিঙ্গেন বিএনপি আহবায়ক খন্দকার ফারুক জুয়েল সকল ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার বিএনপিকে একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে মানুষের সামনে তুলে ধরার আহবান জানান। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির গৌরবময় ইতিহাস ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা দিবসের আনন্দ ভাগাভাগি করেন নেতাকর্মীরা। প্রবাসে থেকেও ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতা-কর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস বিএনপির প্রচার সম্পাদক মুহাম্ম্মদ মোস্তফা হোসাইন, বিএনপি নেতা আবুল কাশেম, মান্নাফ জামাল, শপ্না চৌধুরী, লিংকন ভূঁইয়া, মো. নাসিম, বাবুল তালুকদার, মিরাজুল হক, মো. নাহিম, মো. ইমন, মো. রাহান, মো. আরিফ, মোসলেহ উদ্দীন, মো. বেলাল হোসেন, যুব নেতা সাকিব হাসান, রুবেল ঘোষ, ছাত্রদল নেতা জাহিদ হাসানসহ আরো অনেক নেতা-কর্মী।
আজকালের খবর/আরইউ