প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্বতন্ত্র সহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহিম।
রাজধানীর তেজগাঁও বিজয় সরণি টাওয়ার, এ ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার সকালে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের আয়োজিত জরুরী সম্মেলনে তিনি এ দাবি জানান।
ত্রয়োাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রহিম বলেন, দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে দ্রুত স্বতন্ত্র প্রার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিকট অনুরোধ করছি।
তিনি আরো বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, যেভাবে স্বতন্ত্র প্রার্থীদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিয়ে প্রার্থী সহ ভোটারদের মনে তীব্র সন্দেহ ও উদ্বেগ তৈরী হচ্ছে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্বতন্ত্র সহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এছাড়া, নির্বাচন কমিশনের নিকট প্রার্থীদের জমাকৃত হলফনামার তথ্য যাচাই এবং ঋণখেলাপী প্রার্থীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ।
আরো বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ এ স্বতন্ত্র প্রার্থী খায়রুজ্জামান শিপন এবং রংপুর-৪ এ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি: মোঃ জয়নুল আবেদীন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থক সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।