প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম

ঝালকাঠিতে বৃদ্ধা নিলুফা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সজল খান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজল নিহত নিলুফার ছেলের বন্ধু।
রবিবার (২৫ জানুয়ারি) রাতে সজলকে আটকের পরে তার কাছ থেকে নিহত নিলুফার নাক ও কানের স্বর্ণালংকার এবং নিলুফার ব্যাবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এর পরপরই সজল খানের বাবা বাবুল খান এবং মা হিরু বেগমকেও আটক করা হয়েছে।
এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহতের পরিবার ও এলাকার নারী-পুরুষ।
গত ২০ জানুয়ারি ভোরে জেলা শহরের নতুনচর এলাকায় সুগন্ধা নদীর ঘাট থেকে নিলুফা ইয়াসমিন নামের মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুরতহালে নাকে রক্তের দাগ পাওয়া যায়। কানের দুল ও নাক ফুল নেয়ার জন্যই ওই নারীকে খুন করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী প্রাথমিক ভাবে ধারণা করে।
আজকালের খবর/বিএস