বুধবার ২৯ অক্টোবর ২০২৫
৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
প্রবাস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:০২ পিএম
৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে নিউইয়র্ক। ২৬ অক্টোবর ফোবানা সেন্ট্রাল কমিটির এক বিশেষ এজিএম-এ (ভার্চুয়ালি) এই সিদ্ধান্ত হয়।

উক্ত সভায় বিগত কানাডা সম্মেলনের এজিএম এ ফোবানার সংবিধান, গঠনতন্ত্র ও কমপ্লায়েন্স এর সাথে অসামঞ্জস্যপূর্ণ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়। যেমন কোন সংগঠনকে ফোবানা সম্মেলন হোস্ট করতে হলে সেই সংগঠন কে কমপক্ষে ফোবানা নির্বাহী কমিটিতে পরপর দুই বছর মেম্বার হিসেবে সার্ভ করতে হবে। সেই বিবেচনায় ফোবানার সবচেয়ে পুরনো সংগঠন পরপর ৭ বার ফোবানা নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে থাকা এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ (নিউইর্য়ক) ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ।

ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব জাকারিয়া চৌধুরী (নিউ নিউইয়র্ক) এক্সিকিউটিভ সেক্রেটারি জনাব দেওয়ান মনিরুজ্জামান (কানাডা) ভাইস চেয়ারম্যান জনাব সাদেক খান (ওয়াশিংটন ডিসি) জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি যথাক্রমে আমিনুল ইসলাম কলিন্স ও সুব্রত তালুকদার (নিউইয়র্ক), ট্রেজারার মোঃ সাজ্জাদুল হাসান (ফ্লোরিডা) ৪০ তম ফোবানা সম্মেলনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন এনআরবি অ্যাসোসিয়েশন ইউএস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক জনাব নুরুল আমিন বাবু (নিউইয়র্ক)।

এছাড়া ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী কর্তৃক আনিত প্রস্তাব (মেম্বারশিপ ক্রাইটেরিয়া) সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রস্তাবে বলা হয় ৫২ এর মহান ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠনসমূহ শুধু ফোবানার সদস্য হতে পারবেন। সভায় উপস্থিত প্রায় সকল সদস্য ফোবানার সংবিধানকে সমুন্নত রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফোবানার ধারাবাহিকতা রক্ষা করে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

ফোবানা সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান বলেন- আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যে বাঙালি সংস্কৃতিকে লালন করি সে সংস্কৃতি উত্তর আমেরিকার বাঙালি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী উত্তর আমেরিকায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতিটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এই ফোবানার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উদাত্ত আহবান জানান ।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানার  ৪০তম সম্মেলনকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় যুক্তরাষ্ট্র ও কানাডার ফোবানাভুক্ত ৩১টি সংগঠনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ও পরিচালনা করেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
গাজায় ‘শক্তিশালী হামলা’ চালাতে নেতানিয়াহুর নির্দেশ
তিন বিচারপতিকে শোকজ করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্ট
ঐকমত্য কমিশনের সুপারিশে তিন ধাপ, যা বললেন আলী রীয়াজ
মোহনগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ
৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
স্বর্ণের দাম কমলো ৩৬৭৪ টাকা
কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলারের ঘরে
ব্রির বিজ্ঞানী ড. মুকুল দুর্নীতিবিরোধী অবস্থানে স্বার্থান্বেষী মহলের নিশানায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft