প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যে পণ্য বিতরণের সুবিধাভোগী অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের নামধারী কার্ড ও নগদ টাকা হাতিয়ে নেওয়া সহ পন্য বিতরণ শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে গৌরনদী উপজেলার ১নং খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হিউম্যান রাইটস (বাসক) এর গৌরনদী উপজেলা শাখার সহ-সভাপতি মো. মনির হাওলাদারের বিরুদ্ধে।
সারাদেশের ন্যায় টিসিবি পণ্য সামগ্রি বিতরণের ধারাবাহিকতায় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে টিসিবি পন্যর ডিলার শ্রী শিশির কুমার কুন্ডের ৫ সদস্য বিশিষ্ট একটি দল ১নং খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন পন্য বিতরণের স্থানে যায়। শুরুতে ভালোভাবেই পন্য বিতরণ হলেও ওই নেতা ও মানবাধিকার কর্মী মো. মনির হাওলাদারের অনুপ্রবেশ করার মাধ্যমে শুরু হয় কার্ড ও নগদ অর্থ আত্মসাৎ, এমনইটাই জানায় সুবিধাভোগী একাধিক ভুক্তভুগী ও তার পরিবার।
বিস্বস্ত সূত্রে বিষয়টা জানতে পেরে সরজমিনে গিয়ে অভিযুক্ত মো. মনির হাওলাদারকে তার নিজ গলায় পরিহিত তার সাংগঠনিক পরিচয়পত্র সহ তাকে দেখা যায়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে তিনি তার গলায় পরিহিত পরিচয়পত্রটি আড়াল করেন।
মানবাধিকার কর্মী হয়ে নিজেই মানবাধিকার লঙ্ঘন করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোপ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের দাবি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৃত সুবিধাভোগীদের নায্য অধিকার বুজিয়ে দেওয়ার পাশাপাশি অভিযুক্তর বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ।
অপরদিকে অভিযুক্ত মো. মনির হাওলাদারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের মৌখিক বা লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় হিউম্যান রাইটস (বাসক) সংগঠনটির সহ-সভাপতি মো. শামীম হোসেন মিঞা।
আজকালের খবর/ওআর