প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম

উলিপুর পৌরসভার আয়োজনে ‘নগর উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ ইউজিআইপি এর আওতাভুক্ত ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিং অনুষ্টিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌরসভার হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাাহী প্রকৌশলী ও ভারঃ সচিব মো. মাহবুবুর রহমান, প্রকল্পের প্রজেক্ট ইন্জিনিয়ার এবিএম জহিরুল ইসলাম মাফি, নগর পরিকল্পনাবিদ মো. মন্জুরুল হাসান সাগর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হায়দার আলী, অধ্যক্ষ হাফেজ মো. রুহুল আমিন ও সাবেক মহিলা কাউসিলর মোছা. কামরুন্নাহার কেয়া প্রমুখ।
উলিপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নংওয়াডের মাষ্টার প্ল্যান প্রনয়ন প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশনে পৌরসভার বিভিন্ন অংশিজন, সুধি, সাংবাদিরা, শিক্ষক ফোকাস ডিসকাশনে অংশগ্রহণ করেন।
আজকালের খবর/ওআর