প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক পরিসর আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় নতুন করে ১৮টি বিভাগ, ৪টি ইনস্টিটিউট এবং পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি তিনটি বিদ্যমান বিভাগের নাম পরিবর্তনেরও প্রস্তাব এসেছে।
নতুন বিভাগগুলো হলো: পরিবেশ বিজ্ঞান, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সমাজবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ইসলামিক স্টাডিজ ও কালচার, ইতিহাস, দর্শন, আন্তর্জাতিক ব্যবসায় শিক্ষা, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিজনেস ইনফরমেটিক্স, লজিস্টিক মার্চেন্ডাইজিং ও সাপ্লাই চেইন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস।
প্রস্তাবিত ৪টি ইনস্টিটিউট হলো: ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস, ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চ, কুমিল্লা ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ এবং অ্যাকাডেমিক কোয়ালিটি এনহ্যান্সমেন্ট সেন্টার।
এছাড়াও অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় প্রাথমিকভাবে ১২টি বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালুর সুপারিশ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
একাডেমিক কাউন্সিলের সুপারিশের বিষয়ে জানতে চাইলে ভিসি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আজকের সভায় নতুন বিভাগ ও ইন্সটিটিউট চালুসহ বেশকিছু সুপারিশ গৃহিত হয়েছে। এগুলো আমরা ইউজিসির কাছে পাঠাবো। তারা অবকাঠামো ও শিক্ষক-কর্মকর্তা ও জনবলের বিষয়টি যাছাই-বাছাই করে অনুমোদন দিবেন।’
আজকালের খবর/ওআর