প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৭ পিএম

সাউথ ইস্ট ব্যাংক পিএলসি ব্রাহ্মণবাড়িয়া শাখায় গ্রাহক সেবা পক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে। এতে তরুণদের বিশেষ আর্থিক স্বাক্ষরতা প্রদান কর্মসূচিও অর্ন্তভূক্ত ছিলো।
আজ সোমবার দুপুরে ব্যাংকে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক, এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, সিনিয়র অফিসার হাসান মোহাম্মদ মাহাদী।
বক্তারা তরুণদের উদ্দেশ্যে আর্থিক পরিকল্পনা, সঞ্চয়ের গুরুত্ব, ব্যাংকিং সেবার সঠিক ব্যবহার এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, ‘তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করতে আর্থিক সাক্ষরতার কোনো বিকল্প নেই। সঠিক আর্থিক জ্ঞান তরুণদের নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের মোট ৫০ জন শিক্ষার্থীসহ প্রায় শতাধিক লোক অংশগ্রহণ করেন। অত্যন্ত চমৎকার ও উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থী ও তরুণ গ্রাহকরা কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেন এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশ্নোত্তর পর্বে মতামত তুলে ধরেন।
দেশের সকল তফসিলি ব্যাংকে ১লা সেপ্টেম্বর থেকে গ্রাহক সেবা পক্ষ শুরু হয়, ১৫ সেপ্টেম্বর এই পক্ষ শেষ হয়।
আজকালের খবর/ওআর