মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
২০ সেপ্টেম্বর রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণ পদক অর্জন করা বহুল আলোচিত এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাবেরা’ চলচ্চিত্রটি আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় ধানমন্ডির রাশিয়ান হাউসে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার) প্রদর্শনের উদ্যোগ নিয়েছে সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব।

আর এরমধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও জমজমাট আয়োজনে পর্দা উঠছে সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবের। আগামী ২০ সেপ্টেম্বর ক্লাবটির ৩০ বছর পূর্তি উপলক্ষে এনিগমা টিভির সহযোগিতায় ধানমন্ডির রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান “সেলিব্রেটিং সিনেমা”। আধুনিক সিনেমা প্রদর্শনের অভিজ্ঞতা দিতে পুরো আয়োজনটি সাজানো হয়েছে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) ও ৭.১ সাউন্ড সিস্টেমে।

এ আয়োজনে থাকছে তিনটি মাস্টারক্লাস-
চলচ্চিত্র: রাশিয়ান ক্লাসিকস নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। রুশ সাহিত্য নিয়ে আলোচনা করবেন প্রফেসর আব্দুস সেলিম এবং স্তানিস্লাভস্কি: মেথড অ্যাকটিং নিয়ে আলোচনা করবেন প্রফেসর সৈয়দ জামাল আহমেদ।
দুই দিনে দর্শকরা দেখতে পাবেন ফ্রম সুরমা (২০২৪, বাংলাদেশ), জাগো হুয়া সাভেরা (১৯৫৯,বাংলাদেশ), পেয়ারার সুবাস (২০২৩, বাংলাদেশ), আম কাঁঠালের ছুটি (২০২৩, বাংলাদেশ), ইউয়ান শাং (২০১৭, চীন), ভারগুয়েঞ্জা (২০২৪, মেক্সিকো-কাতার যৌথ প্রযোজনা), আ সিজ ডায়েরি (২০২০, রাশিয়া)সহ মোট মোট সাতটি দেশি-বিদেশি চলচ্চিত্র।
১৯৯৫ সালের ২০ সেপ্টেম্বর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রগ্রাহক ও শিক্ষক এম. এ. সামাদ কর্তৃক প্রতিষ্ঠিত সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাবটি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিচর্চাকারীদের জন্য গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে পরিচিত। নতুন উদ্যোগের মাধ্যমে ক্লাবটি অতীতের ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি আধুনিক প্রজন্মের জন্য চলচ্চিত্রচর্চার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়েছে।

বিস্তারিত যোগাযোগ- বিবেশ রায় (০১৭৩১-৬৮৩৬৭৭) আহ্বায়ক বন্দারচুক ফিল্ম ক্লাব, আহমেদ তেপান্তর সদস্য সচিব (০১৭৮-৫৪৭০৭২৩) বন্দারচুক ফিল্ম ক্লাব।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো
দাওয়াত না দেওয়ায় মাদরাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা
‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ হলেন আকসা
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অবদান রাখছে দেশবন্ধু গ্রুপ
২০ সেপ্টেম্বর রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের চমক দেখালো ডিএমআরসি
মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস শুরু
চট্টগ্রাম বন্দরে গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ, আজ থেকে কার্যকর
ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন
পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft