মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের চমক দেখালো ডিএমআরসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম
লাল গোলাপ আর রজনী গন্ধা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে চমক দেখিয়েছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সিনিয়র ছাত্র-ছাত্রীরা। এদিন নতুন শিক্ষার্থীদের লাল গোলাপ উপহার দিয়ে নবীনদের স্বাগত জানানো হয়। ‌‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ; আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে প্রবীণদের কণ্ঠে। এ সময় নবীন-প্রবীন শিক্ষার্থী ও অভিভাবক-শিক্ষকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা কাঠেরপুল এলাকায় অবস্থিত ডিএমআরসি কলেজ মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিএমআরসিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৫-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন, কো-চেয়ারম্যান কথাসাহিত্যিক আফরোজা রহমান লতা। এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহারুল হক চৌধুরী, কোরিয়ান স্কিন ডক্টর এবং প্রমোশনাল অ্যাম্বাসেডর প্রফেসর ডক্টর মোছেস চু, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ। 

এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.মাহবুবুর রহমান মোল্লা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, আমি ইচ্ছে করলে অন্য কোনো ব্যবসায় জড়িত হয়ে টাকা উপার্জন করে ধন-সম্পদের মালিক হতে পারতাম। কিন্তু, আমি তা করিনি। 

তিনি বলেন, আমি শিক্ষা অর্জনের ফ্যাক্টরি তৈরি করেছি। এখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষা ও জ্ঞান অর্জন করে জীবনকে আলোকিত করতে পারবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারবে। 

তিনি আরও বলেন, আমি চেয়েছি সমাজকে আলোকিত করতে। দেশকে আলোকিত করতে, দেশের মানুষকে আলোকিত করতে। তাই আমি শিক্ষার আলো ছড়াতে সারা জীবন নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। 
ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজকে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতে থাকবে। এ দু’টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞান অর্জন করে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখবে এটাই আমার প্রত্যাশা। 

তিনি নবীনদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, স্বভাবতই নবীন শিক্ষার্থীদের কাছে তাদের স্বপ্নময়ী চোখে নতুন স্বপ্ন আর উদ্যমে এগিয়ে চলার প্রত্যয় নিয়েই শুরু হয় কলেজ জীবন। নবীন শিক্ষার্থীদের আগমনে ডিএমআরসির কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে উঠবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো
দাওয়াত না দেওয়ায় মাদরাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা
‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ হলেন আকসা
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অবদান রাখছে দেশবন্ধু গ্রুপ
২০ সেপ্টেম্বর রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের চমক দেখালো ডিএমআরসি
মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস শুরু
চট্টগ্রাম বন্দরে গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ, আজ থেকে কার্যকর
ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন
পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft