প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০২ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাস শুরু হয়। সারাদেশের ন্যায় রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজেও অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস।
দিনের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম এবং শিক্ষকÑশিক্ষিকাগণ।
ক্লাস শুরুর পর অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং নবাগত ছাত্র-ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, মাইলস্টোন কলেজে তোমাদের সকলকে স্বাগতম। আজকের দিনটি হোক এগিয়ে চলার প্রেরণা। এই পথ চলা তোমাদের ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করবে এবং তোমরা হবে দায়িত্বশীল নাগরিক।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ আরও বলেন, আজ থেকে মাইলস্টোন কলেজের সঙ্গে
তোমাদের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। তোমরা অবশ্যই সফল হবে। এই পথ চলায় আমরা তোমাদের সঙ্গেই থাকবো।
আজকালের খবর/বিএস