মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫
‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ হলেন আকসা
অভি মঈনুদ্দীন
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭ পিএম
‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাশে ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলা’তে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলােেশর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আকসা।

রাজধানীর আইইউবি’তে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত আকসা’র ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো মিডিয়াতে কাজ করার। সেই লক্ষ্যে তিনি ছোটবেলায় বুলবুল ললিতকলা একাডেমি’তে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনেরও মডেলও। তবে যখন ঘোষনা আসে ‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাশে ২০২৫’এর। তখন প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়েই তিনি এই প্রতিযোগিতায় নিজের নাম লেখান। সারা বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় ৭৫০ জনের মধ্যে শীর্ষ ১৫’তে চলে আসেন আকসা। 

সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর গ্র্যাণ্ড ফিনালেতে অপু বিশ্বাস, আব্দুল আজিজ, সৌমেন সাহা ও সাকিব সনেট’র বিচারে চ্যাম্পিয়ন হন আকসা। ‘ঢাকা ফ্যাশন ডে’,‘ বর্ষা সুন্দরী’,‘ বিজয় উৎসব মালয়েশিয়া’,‘ ঈ কার্নিভাল গ্র্যাণ্ড উইডিং এক্সপো’সহ আরো বেশকিছু ইভেন্ট’র অন্যতম আয়োজক সাকিব সনেট ‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাশে ২০২৫’এর সহ-আয়োজক ছিলেন, শো ডিরেক্টরও ছিলেন তিনি। আকসা জানান, আগামী নভেম্বরে তিনি ফিলিপাইন যাচ্ছেন ‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স’-এর গ্র্যাণ্ড ফিনালেতে অংশ নিতে। আগামী েিনর স্বপ্ন নিয়ে আকসা বলেন,‘ বাংলােেশর অভিনয়ের দুনিয়ায় আমি নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। যেমন আমার ভীষণ ভালোলাগে মডেল-অভিনেত্রী মেহজাবীন আপুকে। তার ব্যক্তিত্ব, তার নীরবে নিভৃতে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। 

আমি ঠিক তার মতোই একজন হতে চাই। আর যেহেতু আমি আইন বিষয়ে পড়াশুনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবা জানাই বিশেষত মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আপুকে। কারণ প্রতিযোগিতায় যারা অংশগ্রহন করেছেন তারে মধ্যে সবার ছোট ছিলাম আমি। যে কারণে মলি আপু আমাকে খুউব স্নেহ করতেন, কেয়ার করতেন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাকিব সনেট ভাইয়া, মিম অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স-এর কর্ণধার ইকবাল হোসেন ভাই, অপু বিশ্বাস দিদি’সহ এর নেপথ্যে আরো যারা ছিলেন তারে সবাইকে। সবার কাছে দোয়া চাই যেন বাংলােেশর হয়ে ম্যানিলাতে ওম্যান অব্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’ ১২ অক্টোবর জন্ম নেয়া আকসার বাবা আলমগীর হোসেন, মা পারভীন আলমগীর। তার একমাত্র ছোট বোন আদন। নবম শ্রেণীতে পড়ার সময় তিনি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নির্শেনায় গ্রামীন ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এরপর বাংলালিংক’সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের পণ্যের মডেল হয়েছেন। এরইমধ্যে আরশখানের বিপরীতে এলআর সোহেলের নির্দেশণায় একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো
দাওয়াত না দেওয়ায় মাদরাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা
‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ হলেন আকসা
দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অবদান রাখছে দেশবন্ধু গ্রুপ
২০ সেপ্টেম্বর রাশিয়ান হাউসে ‘জাগো হুয়া সাবেরা’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের চমক দেখালো ডিএমআরসি
মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস শুরু
চট্টগ্রাম বন্দরে গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ, আজ থেকে কার্যকর
ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন
পরামর্শ ছাড়াই মন্ত্রী নিয়োগ: প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft