রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫
ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫ পিএম
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানী ঢাকাতে প্রায়ই ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেরকমভাবে বন্দরনগরী চট্টগ্রামেও একটি ঝটিকা মিছিল হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে। 

নগরীর হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিলটি হয়েছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে। তবে, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে পুলিশ। 

মিছিল থেকে দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানে আরও দুজনকে আটক করা হয়।   

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।

তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে হামজারবাগ এলাকার আজিজুল্লাহ সড়কে হযরত কামাল শাহ (র.) এর মাজার গেটের সামনে থেকে ঝটিকা মিছিলটি বের হয়। ছাত্রলীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে মিছিলটি থেকে সরকারবিরোধী স্লোগান দেয় অংশগ্রহণকারীরা।

ওসি আরও বলেন, পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস (চট্টগ্রাম মেট্রো-ছ ৫১-৮৭৬) জব্দ করে। সেইসঙ্গে গাড়িটির চালক আবু মুসা ও তার সহকারী সাকিব আলমকে আটক করে। আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে।

আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে : আলী রীয়াজ
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি
ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি সাংবাদিক আবরারের বিরুদ্ধে অভিযোগ, দু’টি শাস্তির সিদ্ধান্ত
এসএইচকেএসসি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত
গাজীপুরে সোলার প্ল্যান্ট স্থাপন করলো সিল্কেন সুইং লিমিটেড
সাত মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ সদস্য
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft