প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৫ পিএম

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানী ঢাকাতে প্রায়ই ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেরকমভাবে বন্দরনগরী চট্টগ্রামেও একটি ঝটিকা মিছিল হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে।
নগরীর হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিলটি হয়েছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে। তবে, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে পুলিশ।
মিছিল থেকে দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানে আরও দুজনকে আটক করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।
তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে হামজারবাগ এলাকার আজিজুল্লাহ সড়কে হযরত কামাল শাহ (র.) এর মাজার গেটের সামনে থেকে ঝটিকা মিছিলটি বের হয়। ছাত্রলীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে মিছিলটি থেকে সরকারবিরোধী স্লোগান দেয় অংশগ্রহণকারীরা।
ওসি আরও বলেন, পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস (চট্টগ্রাম মেট্রো-ছ ৫১-৮৭৬) জব্দ করে। সেইসঙ্গে গাড়িটির চালক আবু মুসা ও তার সহকারী সাকিব আলমকে আটক করে। আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে।
আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজকালের খবর/বিএস