প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম

জুলাই আন্দোনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা, হলে অবৈধভাবে অবস্থান করা, কলেজে থাকাকালীন ছাত্রলীগের সংশ্লিষ্টতাসহ নানান অভিযোগের প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিকের বিরুদ্ধে দু’টি শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ওই সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আল আবরার। তিনি ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
অফিস আদেশ অনুযায়ী, গত ২৯ মে দিবাগত রাতে শাহ আজিজুর রহমান হলে সংঘটিত ঘটনার কারণ উদঘাটন ও প্রকৃত দোষিদের চিহিত করে সুপারিশ প্রদানের বিষয়ে উপাচার্য কর্তৃক কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত সাপেক্ষে সুপারিশ করে। পরে সিন্ডিকেটের ২৭০তম (সাধারণ) সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৫ এর অনুমোদন অনুযায়ী তাকে শাহ আজিজুর রহমান হলে সিট বরাদ্দ না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো সাংবাদিক ফোরামে থাকতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে জানতে চাইলে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ বলেন, ‘উভয় পক্ষের যৌক্তিক কথা শুনে এবং আনীত অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমি অবগত না।’
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রাতে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের কার্যালয় ভাঙ্গার পর জুলাই আন্দোনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দেওয়ার অভিযোগ ও হলে অবৈধভাবে অবস্থান করার কারণে ক্যাম্পাস সাংবাদিক ওয়াসিফ আল আবরারকে শাহ আজিজুর রহমান হলে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনায় হল প্রভোস্ট ও প্রশাসন পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেন।
আজকালের খবর/ওআর