বেলকুচিতে কর্মী সম্মেলনে মুফতি মো. নুরুন নাবী
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম

চোরদের ভোট দিলে দেশের উন্নয়ন হবে না, বলেছেন মুফতি মো. নুরুন নাবী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চাঁদ মেটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি মো. নুরুন নাবী এ কথা বলেন।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুকুরিয়া বেড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. নুরুল ইসলাম।
বাংলাদেশকে চীনের সাথে তুলনা করেন তিনি বলেন, চীন এক সময় একটি অনুন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত ছিল। কিন্তু, আজ চীন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। চীন বিভিন্ন দেশকে তাদের দেশে বিনিয়োগ করার জন্য কল কারখানা শিল্প-কারখানা স্থাপন করার জন্য আহ্বান জানায়। এতে করে চিনে গড়ে ওঠে প্রচুর শিল্প কারখানা যা আজকে সারা বিশ্বের চীন উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশকেও এরকম একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব যদি দেশে ইসলামিক দলগুলোর শাসন প্রতিষ্ঠা করতে পারে।
ইসলামিক দলগুলো ঐক্য হয়ে সরকার গঠন করতে পারলে আমাদের দেশকেও চীনের মত উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ইসলামিক দলগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করে, চুরি করার জন্য রাজনীতি করে না। আমরা নিজেরা পকেট থেকে টাকা খরচ করে আমাদের দল পরিচালনা করি।
তিনি তার বক্তব্যে আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর হলেও আমরা এখনো উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি। যারা বারবার ক্ষমতায় এসেছে তারা যদি লুটপাট ও চুরির রাজনীতি না করতো তাহলে আমাদের দেশটা চীনের মতো উন্নত রাষ্ট্র হয়ে যেত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলকুচি শাখায় সভাপতি মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
আজকালের খবর/ওআর