রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫
ভয়াবহ হামলায় পাকিস্তানের ১২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম
পাকিস্তানে জঙ্গিরা একটি সেনা কনভয়ে হামলা করেছে। এতে ১২ জন সেনা নিহত হয়েছেন। আজ শনিবার উত্তর-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বাদার এলাকায় সৈন্যরা আক্রান্ত হন। তারা গাড়িতে করে গন্তব্যে যাচ্ছিলেন। হঠাৎ জঙ্গিরা হামলে পড়ে। এ সময় পাল্টা গুলিবর্ষণে ১৩ জন জঙ্গি নিহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র গুলি বিনিময়ের পর তারা মরদেহগুলো দেখতে পান। এ ঘটনায় কমপক্ষে চারজন সেনা আহত হয়ে মৃত্যু শয্যায়।

পাকিস্তানি তালেবান এই ঘটনার দায় স্বীকার করেছে এবং বলেছে, হামলা করে তারা সৈন্যদের কাছ থেকে অস্ত্র এবং ড্রোনও ছিনিয়ে নিয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, ভোরের হামলার পর তারা কয়েক ঘণ্টা ধরে আকাশে হেলিকপ্টার দেখতে পেয়েছেন। সেনা হেলিকপ্টারগুলো হতাহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং আক্রমণকারীদের খুঁজছে।

সাধারণত জঙ্গিদের কেন্দ্রস্থল এই এলাকায় সামরিক কনভয় চলাচলের আগে কারফিউ জারি করা হয়। গতিবিধিও আগে জানানো হয় না।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানি গোষ্ঠীটি পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান আশা করে যে অন্তর্বর্তী আফগান সরকার তার দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তার মাটি ব্যবহার বন্ধ করবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে : আলী রীয়াজ
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি
ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি সাংবাদিক আবরারের বিরুদ্ধে অভিযোগ, দু’টি শাস্তির সিদ্ধান্ত
এসএইচকেএসসি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত
গাজীপুরে সোলার প্ল্যান্ট স্থাপন করলো সিল্কেন সুইং লিমিটেড
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
সাত মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ সদস্য
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft