ফুটবল খেলা নিয়ে মতবিরোধের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিটাক ভবনের সামনে এই সংঘর্ষ ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে বিটাক ভবনের মাঠে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দ্বাদশ ব্যাচের একদল শিক্ষার্থীর সঙ্গে মার্কেটিং বিভাগের দশম ব্যাচের এক শিক্ষার্থীর ফুটবল খেলা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে সিনিয়র ওই শিক্ষার্থীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।
এর কিছুক্ষণ পরই মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা। এতে তিনজন আহত হন। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে।
একপর্যায়ে দুই পক্ষ বিশ্ববিদ্যালয়ের আলাদা এলাকায় জড়ো হয়ে পড়ে। পরে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনের দিকে অগ্রসর হলে সংঘর্ষ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইটের আঘাতে উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমও আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, “উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আগামীকাল উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হবে।”
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
আজকালের খবর/ এমকে