রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫
ড. তৌফিকুল ইসলাম মিথিল
‘তারেক রহমানের নির্দেশে জুলাই আন্দোলনে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররা জীবনবাজি রেখেছিলো’
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল বলেছেন, জুলাই আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্র্যাকডাউনের পর প্রায় অনিশ্চিত ও স্তিমিত হয়ে গিয়েছিলো, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ করে আন্দোলন অব্যাহত রাখার জন্য জীবনবাজি রেখে মাঠে নেমেছিলাম। তখন আমার হাজারো ছাত্র-ছাত্রী আমার মতো তাদের অন্যান্য শিক্ষকদেরকে আন্দোলনের মাঠে দেখে উদ্বুদ্ধ হয় এবং আন্দোলনের গতি তরান্বিত হয়ে শেষ পর্যন্ত আমরা ৫ই আগষ্ট বিজয় অর্জন করতে সক্ষম হই।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় তিনি সভায় এ কথা বলেন।

এ সময় তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে বলেন, দল আমাকে মনোনয়ন দিলে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবো, আর অন্য কাউকে দিলে তার পক্ষে কাজ করবো।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার ইচ্ছে ব্যক্ত করে তিনি আরো বলেন, শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানো, তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও পৌর এলাকার আধুনিকায়নে তার বাস্তব ভিত্তিক পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- শহীদ মীর মুগ্ধের বাবা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি উপদেষ্টা ডা. মনিরুল ইসলাম চয়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হাসান, বিআরডিবির সাবেক পরিচালক মোরশেদুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য ওয়াহিদুর রহমান ইমন, জেলা যুবদলের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল আলম রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর সাইফুল আলম রিফাতসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে : আলী রীয়াজ
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন ছুটি
ঢাকার মতো চট্টগ্রামেও ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি সাংবাদিক আবরারের বিরুদ্ধে অভিযোগ, দু’টি শাস্তির সিদ্ধান্ত
এসএইচকেএসসি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত
গাজীপুরে সোলার প্ল্যান্ট স্থাপন করলো সিল্কেন সুইং লিমিটেড
সাত মাসে হামলার শিকার ৩৬৮ পুলিশ সদস্য
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft