প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০০ পিএম

কুমিল্লার দেবীদ্বারে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা:) এর ১৫ শত শুভ জন্মদিন (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে ‘সকল ঈদের সেরা ঈদ, দয়াল রাসুলের জন্ম ঈদ’ ওই শ্লোগানে মুখরিত হয় জশনে জুলুস ও বর্ণাঢ্য র্যালি।
র্যালিটি দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে নিউ মার্কেট চত্ত্বর হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মুফতি আবু হানিফ আল কাদেরী, সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও কুমিল্লা দৌলতশাহ দরবার শরীফের সভাপতি মো. মোবারক হোসেন মুরাদ, রাজামেহার গফুর শাহ মাজারের সভাপতি ও বিশিষ্ট সুফিবাদ গবেষক মো. মোজাফ্ফর আহমেদ, আশেকে রাসুল গোলাম মোস্তফা, হাজী আ. হান্নান, দেলোয়ার হোসেন, মোছলে উদ্দিন মিছির, মো. সহিউদ্দিন মজনু, মাওলানা দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শাহ জামান, মোবারক হোসেন, মো. মোজাফফর আহম্মেদসহ আরো অনেকে।
জশনে জুলুসে বক্তারা বলেন, এই দিন মহানবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে ‘রহমত হিসাবে আগমন করেন। মহান আল্লাহ তায়ালা নবী (সা:) এর সৃষ্টির মধ্যে দিয়ে আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেন। এদিন নবীর আদর্শ থেকে শপথ নেওয়ার দিন। কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আসুন নবী-রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত করি।
পরে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জশনে জুলুসের কর্মসূচি।
আজকালের খবর/ওআর